এন আর সি : ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে পুলিশ হাইলাকান্দি থেকে গ্রেফতার করল সাবির শাহকে
চূড়ান্ত খসড়া প্রকাশের দিন যতই এগিয়ে আসছে বরাক উপত্যকায় উত্তেজনার পারদ ও বেড়ে চলেছে। আগামী ৩০শে জুলাই এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশ হতে চলেছে এবং সরকার ফেসবুক হোয়াটসঅ্যাপ বা কোন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব না ছড়ানোর জন্য বারংবার অনুরোধ জানাচ্ছেন।
কিন্তু হাইলাকান্দির সাবির শাহ এই আবেদনকে গুরুত্ব না দিয়ে ফেসবুকে একটা বিতর্কিত স্ট্যাটাস আপডেট করেছিল। ঐ স্ট্যাটাসে সে লিখেছিল একজন নেতা এনআরসি কর্মকর্তাকে চাপ দিচ্ছেন যাতে খসড়া তালিকা থেকে বাঙালী হিন্দু-মুসলিমদের নাম বাদ দেওয়া হয় । এই পোস্টের শেষ দিকে সে সবার কাছে আবেদন জানিয়েছে যে সবাই যেন লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। আব্দুল কাদির শাহ এর পুত্র সাবির শাহ হাইলাকান্দি জেলার আলগাপুর অঞ্চলের বাসিন্দা।
“PLZ READ IT. VERY IMPORTANT FOR BENGALI HINDU MUSLIMS; Ae matro pawa khbr mote, ekjon NRC Officer jini bangali Hindu, unake Karimganj r bodo ekjn adhikarik deke ene pressure dilen j unar upar teke pressure ase.. Kichu HINDU MUSLIM milye naam kichu NRC draft teke kat the hobe.. Even First draft e asha naam o kat the nirdesh den(non official). Uni Mr. Das mana kore chole ashen. My Question is.. K oi Neta j ekjn sobse bodo adhikarik er upor pressure create korche genuine NRC r naam korton korte? Bhoyonkor poristitir mukabilar joinno prostut hon. News frm very reliable source,”
ঠিক এটাই ছিল তাঁর ফেসবুক পোস্ট। আলগাপুর থানার পুলিশ গতকাল রাতে তাকে গ্রেফতার করে তদন্তের স্বার্থে হাইলাকান্দিতে প্রেরণ করে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে বর্তমানে হাইলাকান্দি থানায় তার জিজ্ঞাসাবাদ চলছে। তবে সাবিরের এটাই প্রথম ফেসবুক পোস্ট নয় এর আগেও সরকার, পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে সে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে আসছিল।
সরকারি নির্দেশে বিভিন্ন জেলায় সামাজিক মাধ্যমগুলোতে গুজব ছড়ানোর ব্যাপারে প্রশাসনের তরফে সাইবার সেল সক্রিয় রয়েছে। বরাক উপত্যকার তিন জেলা প্রশাসন ও এর আগে অনেকবার জনগণকে এই ধরনের সামাজিক মাধ্যমের অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলেন। এনআরসি সমন্বয়ক প্রতীক হাজেলা সম্প্রতি এই ব্যাপারে জনগণের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছিলেন। তা সত্ত্বেও সামাজিক মাধ্যমগুলোতে দায়িত্বশীলতার অভাব পরিলক্ষিত হচ্ছে বলেই মনে করছে প্রশাসন। এর ফলশ্রুতিতেই গতকালের এই গ্রেফতার।
Comments are closed.