ডাকাতি পাথারকান্দিতে, সোনার গহনা, টাকা পয়সা লুঠ
একদল ডাকাত গতকাল করিমগঞ্জ জেলার পাথারকান্দি অঞ্চলের গোকিলা গ্রামে অস্ত্রশস্ত্র সহযোগে নগদ ১৭,২০০.০০ টাকা এবং গয়নাপত্র লুট করে নিয়ে পালিয়ে যায়। পাথারকান্দি থানায় এই মর্মে এক এফআইআর আজ দাখিল করা হয়েছে।
বাড়ির মালিক প্রাণেশ কুমার সিনহা জানিয়েছেন যে ছয় জনের এক ডাকাত দল গতকাল রাত প্রায় ১-৪৫ মিঃ নাগাদ জানালার লোহার রড ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এই জানালা ভাঙার শব্দ শুনে ওদের ঘুম ভেঙে যায়।
দুষ্কৃতিরা একটা ধারালো অস্ত্র উনার ঘাড়ে চেপে ধরে এবং আলমারির চাবি দিতে বলে। কিছুটা ইতস্তত করলে দুষ্কৃতিরা উনার হাত বেঁধে ফেলে এবং হুমকি দেয় যে, ওদের আদেশ মতো না চললে উনার স্ত্রীকে খুন করে ফেলা হবে ।
বাধ্য হয়ে প্রাণেশ ওদেরকে চাবি দিয়ে দেন কিন্তু ওরা চাবি দিয়ে চেষ্টা করেও আলমারি খুলতে পারেনি। তারপর লোহার রড দিয়ে আলমারির তালা ভেঙ্গে সব গহনাপত্র, এর মধ্যে একটা সোনার নেকলেস, দুটো সোনার চেইন, তিনটে আংটি, তিন জোড়া কানের রিং, চারটে বালা, দুটো রুপোর বালা এবং একটা রূপোর চেইন হাতিয়ে নেয়। সাথে সতের হাজার দুশ নগদ টাকাও নিয়ে নেয় ।
“যাওয়ার আগে ওরা হুমকি দিয়ে যায় যে, যদি পুলিশকে জানানো হয় তবে তাদেরকে এর জন্য ফল ভোগ করতে হবে। ওরা হিন্দিতে কথা বলছিল”, সিনহা জানান।
প্রানেশ এবং ওনার স্ত্রী রঞ্জিতা আজ প্রথমে হাসপাতালে গিয়ে চিকিৎসা করান এবং তারপর থানায় গিয়ে প্রাথমিক এজাহার দাখিল করেন।
পাথারকান্দি থানার অফিসার ইনচার্জ ডি ঠাকুরিয়া জানিয়েছেন যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। উনি সন্দেহ করছেন যে একটা সংঘবদ্ধ পেশাদার চোরের দল এই ঘটনাটা ঘটিয়েছে এবং আশা প্রকাশ করেন যে শিগগিরই ওদেরকে গ্রেফতার করা সম্ভব হবে।
Comments are closed.