Also read in

সাত বছরের সানিকে নৃশংসভাবে খুন করে পালাল জগদীশ

নৃশংস শিশু খুনের ঘটনা ঘটলো করিমগঞ্জে, হিংসার শিকার সাত বছরের শিশু সানি দেব। শিশুটিকে মুখ বেঁধে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়। ঘটনাটি করিমগঞ্জ চর বাজার এলাকার।

গত ১৪’ই সেপ্টেম্বর বাদল দেবের বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয় সানি, বাদল দেবের স্ত্রী ওকে পড়াতেন। দু-তিন ঘণ্টা পর সানির দিদিও পড়ার জন্য বাদল দেবের বাড়িতে আসে। সেখানে ভাইকে দেখতে না পেয়ে প্রশ্ন করে জানতে পারে যে সানি পড়তে আসেনি। সম্ভবত বাদল দেবের বাড়িতে যাওয়ার সময়ই সানিকে অপহরণ করেছিল জগদীশ। বোন এসে বাড়িতে খবর দেওয়ার সাথে সাথে অনেক খুঁজাখুঁজি হয়। ওর কোন হদিস বের করতে না পেরে অবশেষে গত কাল অর্থাৎ ১৫ই সেপ্টেম্বর করিমগঞ্জ সদর থানায় নিখোঁজ সংক্রান্ত প্রাথমিক এজাহার (নং ৯২২) দাখিল করা হয়।

আজ সকাল থেকে ওই চর বাজার এলাকায় দুর্গন্ধ বেরোতে শুরু করে। খবর পেয়ে পুলিশ বন্ধ ঘরের তালা ভেঙ্গে ঢুকে শিশুটিকে মৃত অবস্থায় পায়। ওর মুখ গামছা দিয়ে বাঁধা ছিল, চোখে ক্ষত ছিল। পরবর্তীতে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

এই ঘটনায় মুখ্য আরোপি হিসেবে জগদীশ মণ্ডল নামের এক ব্যক্তিকে প্রাথমিকভাবে সনাক্ত করা হয়েছে, তবে জগদীশ পলাতক।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সানির ঘনিষ্ঠ একজনের সাথে জগদীশ মন্ডলের অবৈধ প্রেম ছিল। প্রেমে বিঘ্ন ঘটার কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত করে জগদীশ। পুলিশি তদন্ত চলছে, দুই-একদিনের খুনি পুলিশের জালে ধরা পড়বে এমনটাই আশা করছেন পুলিশ কর্তৃপক্ষ।

Comments are closed.