Also read in

আসাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে অভিনন্দন মোহন্ত- সভাপতি, দেবপ্রতিম সাহা- সাধারণ সম্পাদক

 

অবশেষে সমাপ্ত হল আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন। গতকাল টানটান উত্তেজনার মধ্যে নির্বাচন পর্ব শেষ হয় এবং ফলাফলও ঘোষিত হয়। নির্বাচন বেশ জমজমাট হয়ে উঠেছিল, কে বলতে পারে হয়তো এর মধ্যে থেকে ভবিষ্যতে রাজনৈতিক নেতা উঠে আসতে পারে।

আসাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সব সময় একটা উত্তেজনা বিরাজ করে, এবারও তার ব্যতিক্রম ছিল না। নির্বাচনের তিন দিন আগে আনুষ্ঠানিকভাবে প্রচার পর্ব শুরু হয়। প্রার্থীগণ বিভিন্ন বিভাগে গিয়ে নিজেদের নির্বাচনী ইস্তাহার ছাত্রদের সামনে তুলে সমর্থন আদায় করতে চেষ্টা চালিয়ে যান। যাদের ৭৫% উপস্থিতি আছে এবং কোনও ব্যাকলগ নেই তারাই শুধু প্রার্থী হতে পেরেছেন। স্বাভাবিকভাবেই সুবক্তারা সহপাঠীদের আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।

তবে শেষ কথা তো ব্যালটই বলতে পারে। নির্বাচনের দিনক্ষণ সমাগত হলে পুরো বিশ্ববিদ্যালয় চত্বর ছাত্র ব্যানার পোস্টারে ছয়লাপ হয়ে যায়। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়, প্রত্যেক ছাত্রকে নিজস্ব আইডেন্টিটি কার্ড দেখিয়ে তবেই বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করতে হয়। দিনের শেষে ফলও বেরোয়। কারোর মুখে উজ্জল হাসি, কেউবা বিরস বদন। শুরু হলো বিজয়ীদের উল্লাস, তবে কোন কিছুই মাত্রা ছাড়ায়নি, শান্তি-শৃঙ্খলা বজায় ছিল।

আসাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়নের গতকালের নির্বাচনে নির্বাচিত সদস্যরা হলেন,

সভাপতি : অভিনন্দন মহান্ত

সহ-সভাপতি : বিশ্ব চন্দ

সাধারণ সম্পাদক : দেবপ্রতিম সাহা

সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) জয়জিত ভট্টাচার্য

সহ সাধারণ সম্পাদিকা : মহাশ্রী বরো

সাংস্কৃতিক সম্পাদক : কান্তেশ্বর বরগোঁহাইন

ক্রীড়া সম্পাদক : সুরজ চন্দ

ম্যাগাজিন সম্পাদক : গৌরব সরকার।

Comments are closed.