আজ বিজয়া দশমী, শিলচরে প্রতিমা নিরঞ্জন শুরু হচ্ছে সকাল ১০ টা থেকে
জেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে যৌথ উদ্যোগে শান্তিপূর্ণভাবে দেবী প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিলচর সদরঘাটের বিসর্জন ঘাটে নিরঞ্জন প্রক্রিয়া শুরু হবে সকাল দশটায়, চলবে গভীর রাত পর্যন্ত।
শিলচর পৌর এলাকায় দুপুর ১২টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কোন ধরনের যানবাহন প্রবেশ করতে পারবে না। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পেলে টল ফ্রি নাম্বার ১০৭৭য়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
করিমগঞ্জে বিসর্জন ঘাট এবং লঙ্গাইঘাটে বিসর্জন প্রক্রিয়া শুরু হচ্ছে সকাল ১২টায়।
হাইলাকান্দি শহরের গান্ধীঘাটে প্রতিমা নিরঞ্জন শুরু হবে সকাল দশটায় । জেলা উপায়ুক্ত আদিল খান জানিয়েছেন যে প্রতিটি বিসর্জন ঘাটে পুলিশের সাথে এক জন করে ম্যাজিস্ট্রেটকে তত্ত্বাবধায়ক হিসেবে রাখা হবে।
বরাক উপত্যকার তিনটি জেলায় ইতিমধ্যেই এই বিজয়া দশমীর দিনটিকে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে; সমস্ত লাইসেন্স প্রাপ্ত মদের দোকান, রেস্তোরাঁ, বার ইত্যাদিতে মদ বিক্রয় এবং পরিবেশন নিষিদ্ধ।
Comments are closed.