মিস্টার এবং মিস ক্যালেন্ডার,২০১৯ এর অডিশন শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে ৪ নভেম্বর
শিলচর ভিত্তিক একটি প্রোডাকশন কোম্পানি প্রতীক্ষা ফ্যাশন স্টুডিও এবং পোর্টফোলিও এজেন্সি মিস্টার এবং মিস ক্যালেন্ডার ২০১৯ এর অডিশন পরিচালনা করতে চলেছে আগামী নভেম্বর মাসে।
এ বিষয়ে বলতে গিয়ে প্রতীক্ষা ফ্যাশন স্টুডিও এবং পোর্টফোলিও এজেন্সির কর্ণধার ডঃ পিনাক মোহন্ত জানালেন যে প্রথম অডিশনটি আগামী নভেম্বর মাসের ৪ তারিখ অনুষ্ঠিত হবে, তারপরেও আরো কয়েকটা অডিশন হবে। স্থান, তারিখ ইত্যাদি বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে। গত বছরের মতো এবারও শিশুদের জন্য প্রতিযোগিতার দুটো ক্যাটেগরি থাকবে, মাস্টার হিরো এবং মিস দিবা জুনিয়র, ২০১৯। দুটো গ্রুপ থাকবে – গ্রুপ এ (৪-৭ বৎসর) এবং গ্রুপ বি (৮ থেকে ১৩ বৎসর)। এগুলো ছাড়াও বিবাহিত মহিলাদের জন্য এ বছর থেকে মিসেস ক্যালেন্ডার, ২০১৯ নামে এক নতুন প্রতিযোগিতাও যোগ করা হয়েছে। সবগুলো অডিশনই নভেম্বর মাসের নির্ধারিত তারিখগুলিতে একসঙ্গে হবে।
এই ইভেন্টের বিশেষ পর্যায় এই ক্যালেন্ডার শুটিং নভেম্বর মাসের শেষের দিকে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে সব প্রতিযোগীদেরকে নিয়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার আগে তিন দিনের একটা গ্রুমিং সেশনও অনুষ্ঠিত হবে। “শিলচর তথা বরাক উপত্যকায় প্রচুর প্রতিভা রয়েছে, কিন্তু সুযোগের অভাবে তাদের প্রতিভার বিকাশ হচ্ছে না; এই ইভেন্টের মাধ্যমে আমরা মডেল হতে ইচ্ছুকদের একটা প্লাটফর্ম দিতে চাই। আমি খুবই আশাবাদী যে বিগত বছরের মত এবারও আমরা সবার ভালোবাসা এবং সমর্থন পাব” জানালেন মোহন্ত।
মূল প্রতিযোগিতাটি ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে শিলচরের বঙ্গভবনে। ওই প্রতিযোগিতায় অনেকগুলো রাউন্ড থাকবে যেমন ইন্ট্রোডাকশন রাউন্ড, র্যাম্প ওয়াক, কিউএনএ রাউন্ড ইত্যাদি। প্রতিযোগিতায় বিজয়ীদের অনেকগুলো আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে, সাথে থাকবে প্রফেশনাল পর্টফলিও, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাসাইনমেন্টস এবং ভিডিও অ্যালবামে কাজ করার সুযোগ। বিজয়ীরা পিঙ্ক ভিলা,২০১৯ প্রতিযোগিতায় সরাসরি যোগদান করার সুযোগও পেয়ে যাবেন।
Comments are closed.