Also read in

সন্ধ্যা রাতে তরণী রোডে গৃহবধূর লাশ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য

বুধবার রাতে শিলচর শহরের তরণী রোড সংলগ্ন এক গলিতে রহস্যজনকভাবে খুন হলেন এক গৃহবধূ, হত বধুর নাম ঝুমা পাল । কিছুদিন আগে রাজু পাল নামক এক রং মিস্ত্রির সাথে ঝুমার বিয়ে হয়েছিল। গৃহবধূ খুনের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজু পালের ভাড়া বাড়িতে; শহরের রঙিরখারি এলাকায় তরণী রোড সংলগ্ন আবুল কালাম আজাদ রোডে নজরুল আলম মজুমদার নামক এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকত ওরা।

রাজুর বক্তব্য অনুযায়ী প্রতিদিনের মতো সে বুধবার ও তার রঙের কাজে সাত সকালে বেরিয়ে যায় । দুপুরে তার সাথে ঝুমার মোবাইলে বার্তালাপ হয়েছিল । সন্ধ্যার পর বাড়ি ফিরে এসে ঘরে তালা দেখে সে অবাক হয়ে যায়, দ্বিতীয় চাবি দিয়ে দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে সে বিছানার উপর ঝুমার রক্তাক্ত দেহ দেখতে পায়।

চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোক ছুটে আসে এবং পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

পাড়া-প্রতিবেশীর সূত্র অনুযায়ী, মাস দেড়েক আগে ঝুমার সাথে রাজুর বিয়ে হয়েছিল। রাজুর মূল বাড়ি ত্রিপুরায়, ঝুমার বাপের বাড়ী শিলচরের মালুগ্রাম এলাকায়। সূত্র অনুযায়ী রাজুর আরো এক পত্নী শিলচরে লিঙ্ক রোডের অন্য এক বাড়িতে থাকে। দেড় মাস ধরে ভাড়া বাড়িতে থাকলেও তাদের চালচলন পছন্দ না হওয়ায় বাড়ির মালিক তাদের ঘর ছাড়ার জন্য ইতিমধ্যেই নোটিশ দিয়েছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments are closed.