মহাসড়কে আবার দুর্ঘটনা, গুরুতর আহত ছয়
মহাসড়কে দুর্ঘটনা এক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজ আবার মহাসড়কে দুর্ঘটনায় ২ শিশু সহ গুরুতরভাবে আহত হলেন ৬ জন। ঘটনাটি ঘটে আজ সকাল ১১টা নাগাদ ময়নারবন্দ এলাকায়।
দুর্ঘটনায় আহতরা হলেন আজমল হোসেন লস্কর (৩০) রফিকুল জামান (৫০) সোহানা বেগম (১২) জাহিদ উদ্দিন (৯) রোমানা বেগম (৪৫) এবং বি হোসেন (৩৮)। প্রাপ্ত তথ্যমতে এরা সকলেই শিবসাগর জেলার।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী অটোরিকশাটি উধারবন্দের উদ্দেশ্যে যাওয়ার সময় একটা পাবলিক ট্রান্সপোর্টের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ময়নারবন্দ এলাকায়। আশেপাশের জনগণ সাথে সাথে তাদেরকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।
এই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দল উপস্থিত হয় এবং দুটো যানবাহনকে জব্দ করে উধারবন্দ থানায় নিয়ে আসে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী শিলচর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে চিকিৎসাধীন এই ছয়জনের অবস্থা এখনো সংকটজনক।
Comments are closed.