Also read in

চিরুকান্দিতে আগুনে পুড়ে ছাই ৪টি ঘর ও দুটো গাড়ি

 

রবিবার সন্ধ্যায় শিলচর শহর সংলগ্ন চিরুকান্দি এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় একই বাড়ির চারটে ঘর সহ দুটো গাড়ি।

 

পুলিশ সুত্রে খবর অনুযায়ী, এদিন সন্ধ্যা ৫.৩০ টা নাগাদ আগুনটি দেখতে পান এলাকার লোক। তারা সঙ্গে সঙ্গে পুলিশ সহ অগ্নি নির্বাপক বিভাগকে খবর দেন। অগ্নি নির্বাপক দলের তরফে তিনটি গাড়ি এলাকায় পৌঁছায়।

 

ঘটনায় কেউ আহত হওয়ার খবর নেই এখনও। তবে এলাকা সংলগ্ন একটি গাড়ির শো-রুমের কিছু মূল্যবান মালপত্র চুরি হওয়ার খবর রয়েছে। তারাপুর থানার ইনচার্জ কমলেশ সিং জানান, একই বাড়িতে চারটে ঘর এদিন আগুনে পুড়ে যায় এবং একইসঙ্গে বাড়ির সামনে থাকা দুটো মালবাহী ম্যাজিক গাড়িও পুড়ে যায়।

 

আগুন দেখে পাশের গাড়ির শো-রুমের কর্মচারিরা বহু মূল্যবান মালপত্র বাইরে নিয়ে আসেন, সেই সুযোগে কোনও দুষ্ট বুদ্ধির লোক এসব চুরি করে বলে জানা গেছে। তবে এব্যাপারে গাড়ির শো-রুমের তরফে কোনও মামলা করা হয়নি।

Comments are closed.