Also read in

পঞ্চায়েত নির্বাচন: অবশেষে পরীক্ষা পেছাতে বাধ্য হলেন কর্তৃপক্ষ

 

পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে অবশেষে পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হলেন কর্তৃপক্ষ। পরীক্ষার নতুন সূচি অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর শুরু হচ্ছে টিডিসি অনার্স কোর্সের পরীক্ষা। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পাস কোর্সের পরীক্ষা। শেষ হবে ৩১ জানুয়ারি। আসাম বিশ্ববিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বরাক বুলেটিনকে জানান আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্ত রায়।

প্রথমবারের মতো আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃক চালু করা সিবিসিএস কোর্সের অধীনে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ৭ জানুয়ারি, ২০১৯ থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি, ২০১৯ এ শেষ হবে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, আগামী ৫ ও ৯ ডিসেম্বর আসামে পঞ্চায়েত নির্বাচন এবং ১২ ডিসেম্বর ভোট গণনা অনুষ্ঠিত হবে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছিল। এজন্যই আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সব কলেজের পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হল।

এদিনের বৈঠকে কাছাড় কলেজ, গুরুচরণ কলেজ, এস এস কলেজ, করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Comments are closed.