আসামে বাংলা ভাষায় কথা বলা অপরাধ! প্রশ্ন মমতার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে আবার এক হাত নিলেন আসাম সরকারের বিরুদ্ধে। তার অভিযোগ “বিজেপি এনআরসি নিয়ে নোংরা রাজনীতি করছে”। শুধু তাই নয় তৃণমূল নেত্রী মনে করেন, বিজেপি দেশে ‘ডিভাইড এন্ড রুল’ নীতি অনুসরণ করছে।
তৃণমূল কংগ্রেস নেত্রী মাতুয়া সম্প্রদায়ের সম্মানিত মা অর্থাৎ ‘বড়মা’ ( বীণাপাণি দেবী ঠাকুর) এর জন্ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদান করে বক্তব্য রাখছিলেন। এই সম্প্রদায়টি মূলত পূর্ব পাকিস্তানের এবং গত পাঁচ দশক ধরে ভারতে বসবাস করছে।
প্রসঙ্গত উল্লেখ করা যায়, মাতুয়া সম্প্রদায়ের বিপুলসংখ্যক লোক আসামে বসবাস করছেন। তৃণমূল নেত্রী মমতা মনে করেন, তাদের বেশিরভাগেরই নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনআরসির প্রকাশিত খসড়াতে স্থান পায়নি।
মমতা আরো বলেন, “কেউ যদি ভারতে স্থানান্তরিত হয়ে থাকেন, তবে তিনি একজন ভারতীয়; তার রেশন কার্ড রয়েছে – ভোটও দিয়েছে, কাজেই অবশ্যই ভারতীয় নাগরিক। তার নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য কারোর চক্রান্ত করা উচিত নয়।”
তিনি জোর দিয়ে বলেন, “পশ্চিমবঙ্গ অবশ্যই বাঙালিদের নিজের ঘরও এবং পশ্চিমবঙ্গ সরকার সব সময় তাদের সাথে থাকবে।” তিনি সঙ্গে প্রশ্ন করেন, “অসমে বাংলা বলা কি অপরাধ? তারা অসম থেকে বাঙালিদের, গুজরাট থেকে বিহারীদের তাড়িয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবেই এগুলো নোংরা রাজনীতি। আমরা এত নিম্ন স্তরের রাজনীতি করি না”।
তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে কিছু প্রকৃত ভোটারদের নির্মূল করার জন্য এনআরসি হচ্ছে একটি রাজনৈতিক পদক্ষেপ। ফলে চার মিলিয়ন নাগরিকের ভারতে স্থিতিহীন হওয়ার উপক্রম। একই সঙ্গে তিনি এও স্পষ্ট করেন, তিনি আসাম সরকারের বিরুদ্ধে নন। তবে তিনি অবশ্যই নোংরা রাজনৈতিক পদক্ষেপ এনআর সির সম্পূর্ণ বিরুদ্ধে রয়েছেন।
Comments are closed.