Also read in

নির্বাচন উৎসব : মনোনয়ন পেশে হাতি নিয়ে অগপ, বিশাল র‍্যালি নিয়ে  ইউডিএফ- নীরবে কংগ্রেস, বিজেপি

মনোনয়ন প্রদানের অন্তিম দিনে  সোমবার হাইলাকান্দি জেলায় প্রচুর সংখ্যক মনোনয়ন পত্র জমা পড়ল। সবমিলিয়ে এবারের পঞ্চায়েত ভোটে জেলায় ৩৭৫৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন দাখিলের শেষদিনে হাইলাকান্দি জেলা  সদরে বিভিন্ন দলের প্রার্থী ও তাদের সমর্থকদের জয়ধ্বনি আর মিছিলে রাজপথে  রীতিমতো জনসমুদ্রের আকার ধারণ করে। তবে সবচাইতে আশ্চর্যের বিষয় ছিল এদিন কংগ্রেস ও বিজেপি দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে কোন মিছিল করেন নি।

এদিকে অগপ দল হাতি নিয়ে মিছিল করে এসে জনতার দৃষ্টি আকর্ষণ করে। অন্যদিকে এ আই ইউ ডি এফ দলের বিধায়ক সুজাম উদ্দিন লস্করের নেতৃত্বে প্রার্থীরা মিছিল করে মনোনয়ন পত্র জমা দেন।। জেলার পাঁচটি ব্লকে গ্রামপঞ্চায়েত সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সদস্যরা  অনুরূপ ভাবে দল বেঁধে এসে মনোনয়ন জমা দেন।।

লালা, কাটলিছড়া, মনিপুর, আলগাপুর, ও হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়ে এদিন মনোনয়ন গ্রহনকে কেন্দ্র করে জনতার ভিড় ছিল লক্ষ্যনীয়।  হাইলাকান্দি জেলা সদরে
জেলা অগপ সভাপতি জ্বলন্ত সেনগুপ্ত , কমরুল ইসলাম বড়ভুইয়া, আফতাব উদ্দিন লস্করের নেতৃত্বে অগপ নেতারা রাহুল রায় মুর্দাবাদ, রাহুল রায় হুশিয়ার ইত্যাদি স্লোগান দিয়ে শহরে মিছিল করেন। এদিন  অগপ  দলের পাঁচ প্রার্থী মনোনয়ন জমা দেন।  প্রার্থীরা হলেন,  আয়নাখাল নিশ্চিন্তপুরে উসমান গনি লস্কর,   পাচগ্রাম-কালিনগরে  জলি বেগম মাঝারভুইয়া,
বোয়ালিপার ভাটিরকোপায়  হিলাল উদ্দিন বড়ভুইয়া, আলগাপুর-মোহনপুরে , আফতাব উদ্দিন লস্কর, রাঙ্গাউটি_নিতাইনগরে  সাহানাজ বেগম লস্কর।

অপরদিকে এদিন  বিধায়ক সুজাম উদ্দিন লস্করের নেতৃত্বে কাটলিছড়া সমষ্টির এবং বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে  আলগাপুর বিধানসভা সমষ্টির এ আই ইউ ডি এফ  প্রার্থীরা মিছিল করে এসে  মনোনয়ন জমা দিয়েছেন। কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্করের পত্নী  ফারহানা বেগম লস্কর  রংপুর-রামচণ্ডি জেলাপরিষদ আসনে মনোনয়ন জমা দিয়েছেন।   আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী তার ভাইজি রুজি আক্তার চৌধুরীকে পাচগ্রাম-কালীনগর আসনে এ আই ইউ ডি এফ প্রার্থী করেছেন। সেইসঙ্গে হাইলাকান্দি কেন্দ্রের এ আই ইউ ডি এফ প্রার্থীরা অবশ্য নিজের সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা করেছেন।
এ আই ইউ ডি এফ দলের মনোনয়ন দাখিল করা প্রার্থীরা হলেন মাটিজুরি পাইকানে
সালেহা ইয়াসমিন মাজারভুইয়া,  রাঙ্গাউটি-নিতাইনগরে  ফারহানা খানম চৌধুরী,
ভাটিরকোপা-বোয়ালিপারে জহিরুল ইসলাম মজুমদার, কাটলিছড়ায়  ইমরুল আলম বড়ভুইয়া,রংপুর রামচণ্ডিতে ফারহানা বেগম লস্কর,
রাজ্যশ্বরপুরে  রৌজি খানম বড়ভুইয়া, কালীনগর পাঁচগ্রামে রুজি আক্তার চৌধুরী, আয়নাখাল- নিশ্চিন্তপুরে শহিদুল আলম মজুমদার,আলগাপুর-মোহনপুরে নুরুল ইসলাম লস্কর,  ঘাড়মুড়া-জামিরায়  সালেহ আহামেদ মজুমদার   এবং বরুণছড়া –বিলাইপুরে গীতা হরিজন ।

অন্যদিকে জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথের নেতৃত্বে কোন বড় মিছিল না করে বিজেপি প্রার্থীরা নিজেদের সমর্থকদের নিয়ে মনোনয়ন দাখিল করেছেন। এদিন বিজেপির যেসব প্রার্থী মনোনয়ন দাখিল করেন  তারা হলেন, কাটলিছড়ায় রাজীব দাস( কাটলিছড়া ,জীবন্ত ওয়ারেন্ত রিয়াং(জামিরা ঘাড়মুড়া),জয়দীপা লস্কর(বরুণছড়া-বিলাইপুর ), ফিরোজা বেগম লস্কর,(রংপুর রামচন্ডী) বুল্টি দাস( কালিনগর পাচগ্রাম ), ববিতা কর(আলগাপুর-মোহনপুর),আব্দুল হান্নান বড়ভুইয়া,( বোয়ালিপার ভাটিরকোপা )সারিনা ইয়াস্মিন মজুমদার,( মাটিজুরি-পাইকান),  এন ইন্দিরা সিংহ ( রাজ্যশ্বরপুর) , চৌধুরী চরণ গৌড় (আয়নাখাল-নিসছিন্তপুর) এবং ইয়াস্মিন সুলাতানা বড়লস্কর(রাঙ্গাউটি নিতাইনগর)।

একইভাবে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় কিংবা জেলা কংগ্রেস সভাপতি রাহুল রায় ছাড়াই এদিন  নীরবে কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন দিতে দেখা গেছে।। এদিন কংগ্রেস দলের প্রার্থী  নমিতা অগ্রহারি রাজ্যশ্বরপুর জেলাপরিষদে মনোনয়ন দাখিল করেছেন । অন্যদিকে জেলার মাটিজুরি –পাইকান আসনে গতকাল কংগ্রেসের হয়ে আসমা বেগম লস্কর মনোনয়ন দাখিল করেছিলেন। কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই আসনের জন্য মমতাজ রানা লস্করকে প্রার্থী মনোনীত করার ফলে এদিন মমতাজ কংগ্রেস প্রার্থী হিসাবে মাটিজুরি পাইকান কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন। ফলে এই কেন্দ্রে কংগ্রেসের দুজন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র পরীক্ষার পর জানা যাবে এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কে হচ্ছেন। এদিন কংগ্রেসের হয়ে  আটজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন । গতকাল দলের চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। কংগ্রেসের হয়ে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, নন্দিতা সিংহ (পাচগ্রাম-কালীনগর), জয়নাল আবেদিন  লস্কর( আল্গাপুর মোহনপুর), সুফিয়া বেগম বড়ভুইয়া( রাঙ্গাউটি নিতাইনগর), সজনা বেগমবড়ভুইয়া( বোয়ালিপার ভাটিরকোপা)। মমতাজ রানা লস্কর( মাটিজুরি পাইকান), সম্রাট নাসির উদ্দিন লস্কর ( আয়নাখাল_নিসছিন্তপুর), নমিতা অগ্রহারি (রাজ্যশ্বরপুর), ওয়াহিদা সুলতানা মজুমদার ( রংপুর-রামচন্ডি), মিনতী রায় (বরুনছরা –বিলাইপুর), বাচ্ছু পাল ( কাটলিছড়া) এবং মুক্তাদির হুসেন লস্কর ( ঘাড়মুরা-জামিরা)। তাছাড়া এদিন রংপুর রামচণ্ডী জেলা পরিষদ আসনে তৃনমূল কংগ্রেসের প্রার্থী ইসমতারা বেগম লস্কর সহ বেশ ক’জন  নির্দল প্রার্থীও মনোনয়ন জমা দিয়েছেন।

Comments are closed.