বরম বাবার মেলা শুরু হল, উদ্বোধনে শিলকুড়িতে পর্যটনের কথা বললেন পরিমল
উৎসাহ-উদ্দীপনার সঙ্গে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বাবার মেলা শুরু হল শিলকুড়িতে। ৭৭তম এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ।
বিশিষ্ট অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মৎস্য, বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শিলকুড়িতে গার্ডেন ট্যুরিজমের যথেষ্ট সম্ভাবনা রয়েছে; এখানে রয়েছে লেক, চাবাগানসহ বিস্তর এলাকা। যার জন্য সঠিক এবং বাস্তব সম্মত পরিকল্পনার প্রয়োজন। এই পরিকল্পনা প্রস্তুত করার জন্য তিনি পরিচালনা কমিটির ওপর দায়িত্ব অর্পণ করেন। তিনি আশ্বাস দেন যে সঠিকভাবে প্রকল্পটি তৈরি করা হলে তিনি সবাইকে নিয়ে দিসপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন। তিনি জানান, এখন হাইলাকান্দি থেকে রামকৃষ্ণ নগর হয়ে আসিমগঞ্জ পর্যন্ত সড়কের কাজ শুরু হওয়ার অপেক্ষায়।এটা বাস্তবায়িত হলে মেলার মাধ্যমে বরম বাবা মন্দির প্রাঙ্গণ মিলন তীর্থে পরিণত হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করে স্বামী মৃন্ময়ানন্দজি বলেন বরম বাবা চাইবেন সবার দুঃখ দূর্দশা যেন দূর হয়। সেক্ষেত্রে এখানে টুরিস্ট স্পট হলে ভালো, কিন্তু শ্রমিকদের দুঃখ দুর্দশা দূর করার দিকদিকটাতে ও নজর দিতে হবে।
সোনাই’র বিধায়ক আমিনুল হক জানান, বরাক উপত্যকায় ট্যুরিজম সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে। ইতিমধ্যেই বরম বাবা মন্দির, সোনাই শিব মন্দির চাতলা হাওরকে ট্যুরিজম সেন্টার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠানো হয়েছে। তাছাড়া মন্দির প্রাঙ্গনে জায়গা পেলে ১০ লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি টয়লেট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিধায়ক।
অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সহকারী সম্পাদক সুবচন গোয়ালা । অনুষ্ঠানের উদ্বোধনী সভায় পৌরহিত্য করেন বাগানের ম্যানেজার ধ্রুব নারায়ণ সিং। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ কৃপণাথ মালা, সনৎ কৈরী, আশিহ হালদার, ভোলানাথ যাদব, অবধেশ সিং, প্রদীপ নাগ প্রমূখ।
এখানে উল্লেখ্য, সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পরে পরেই এই মন্দিরে এসে মাথা ঠেকিয়ে গিয়েছিলেন । মেলা আগামী ২৪ শে নভেম্বর পর্যন্ত চলবে।
Comments are closed.