Also read in

ফাটকবাজার কালীবাড়ির সামনে থেকে ভর সন্ধ্যায় ছিনতাই ৪ লক্ষ টাকা

শুক্রবার সন্ধ্যায় সদর থানা সংলগ্ন এলাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় একদল দুষ্কৃতি। ঘটনাটি ঘটে সদর থানার কাছে থাকা ফাটকবাজার কালীবাড়ির সামনে।

 

ফাটকবাজারের গুড়ের ব্যবসায়ী দিব্যজ্যোতি পাল দোকান বন্ধ করে সারাদিনের সঞ্চয়, দোকানের চাবি এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন। তার প্রতিবেশি আরেক ব্যবসায়ী বাপি পালের সঙ্গে। হঠাৎ করেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে তার ব্যাগে টান দেয় এবং এতে ধস্তাধস্তি হয়। তারা জোর করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যেতে সমর্থ হয়। অনেক চিৎকার চেঁচামেচি করলেও কেউ এগিয়ে এসে আটকানোর চেষ্টা করেনি।

 

পরে দিব্যজ্যোতি পাল ও তার সহযোগীরা সদর থানায় গিয়ে ঘটনাটি জানান। পুলিশের তরফে তদন্ত করার আস্বাস দেওয়া হয়।

 

তবে এতে আবারও প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে শহরের নিরাপত্তা। শহরের নিরাপত্তায় পুলিশ কতটা ব্যর্থ তা আবার প্রমানিত হলো। এর আগেও সদর থানার সামনে থেকে শিলচরের বিধায়ক দিলীপকুমার পালের স্ত্রীর দোকান থেকে বিরাট অঙ্কের সামগ্রী চুরি হয়েছিল। তবে পুলিশ এর সমাধান করতে পারেনি। আবারও সদর থানার সামনে চুরি করার সাহস দেখালো দুর্বৃত্তরা।

 

দিব্যজ্যোতি পালের পরিবারের তরফে শুক্রবার মামলা দায়ের করা না হলেও তারা শনিবার মামলা করবেন বলে জানিয়েছেন।

Comments are closed.