Also read in

পঞ্চায়েতে নির্দল প্রার্থী অঞ্জন দাসকে হত্যার হুমকি দিল মুখোশধারী, মামলা দায়ের

 

অম্বিকাপুর গাও পঞ্চায়েত এলাকার এক নির্দল আঞ্চলিক পরিষদ প্রার্থীকে হত্যার হুমকি দিল মুখোশধারী একদল লোক। গতকাল সন্ধ্যায় চন্দন দাস নামের আঞ্চলিক পঞ্চায়েত পরিষদ প্রার্থীকে ক্ষুব্ধ হয়ে এই হুমকি দেয় কতিপয় মুখোশধারী ব্যাক্তি।

 

অঞ্জন দাস জানাচ্ছেন, “আমি যখন নির্বাচনী প্রচার শেষ করে রাত দশটা নাগাদ বাড়ি ফিরছিলাম, তখন মুখোশধারী কয়েকজন লোক আমাকে ঘিরে ধরে – ওরা খুব সম্ভব আমাকে অনেকক্ষণ ধরে অনুসরণ করছিল। ওরা পাঁচটা মোটর সাইকেলে চড়ে এসেছিল এবং আমার দিকে ছুরি বাগিয়ে ধরে আমাকে হুমকি দেয় যে, যদি আমি পঞ্চায়েত নির্বাচনে আমার মনোনয়নপত্র প্রত্যাহার না করি তাহলে আমাকে এবং আমার পরিবারকে শায়েস্তা করবে”, জানালেন অঞ্জন।

 

অঞ্জন তার পরিবারের সদস্যদের নিয়ে শিলচর সদর থানায় আজ সকালে এই নিয়ে একটা প্রাথমিক এজাহার দাখিল করেছেন‌। ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৫০৬ এবং ৩৪ নম্বর ধারা অনুযায়ী এই এজাহার দাখিল করা হয়েছে।

 

অঞ্জন দাসের বাবা যোগেন্দ্র চন্দ্র দাস এই ব্যাপারে সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের যথোচিত শাস্তি দানের প্রদানের দাবি করেছেন। বিজেপি দলের শিলচর মণ্ডল সভাপতি পুলক দাস এই ঘটনাকে খুবই উদ্বেগজনক আখ্যায়িত করে সঠিক তদন্তের দাবি করেছেন।

Comments are closed.