Also read in

"ভোটে দাঁড়ানোর মিথ্যা খবর পরিবেশন করে আমাদের আন্দোলনকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে", জানালেন ক্ষুব্ধ তপোধীর ভট্টাচার্য

 

আজ সকালে স্থানীয় একটি পত্রিকার প্রথম পৃষ্টায় আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড: তপোধীর ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসে যোগদান করে আগামী লোকসভা নির্বাচনে শিলচর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন, এরকম একটা খবর পরিবেশিত হয়। প্রাক্তন উপাচার্য এই সংবাদে ক্ষোভ ব্যক্ত করে এটাকে উর্বর মস্তিষ্কের অভিসন্ধি মূলক প্রচার বলে আখ্যায়িত করেছেন।

বরাক বুলেটিনের প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে ডঃ তপোধীর ভট্টাচার্য তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই প্রচার করার পিছনে নিশ্চয়ই কোন একটা উদ্দেশ্য আছে। “এতে চক্রান্তের গন্ধ দেখতে পাচ্ছি ; যখন আমরা বাঙ্গালিরা এমন ভাবে বিপন্ন, এই বিপন্নতাকে বাড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের মিথ্যা খবর অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরিবেশন করা হচ্ছে- এটার মধ্যে সত্যতার কিছু নেই। যাদের উর্বর মস্তিষ্কে এটা জন্ম নিয়েছে, তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করছে।”

তিনি আরো বলেন যে, বর্তমানে বাঙালির বিপদের সময়ে যে আন্দোলনকে তিনি এগিয়ে নিয়ে চলেছেন, সেটাকে এই ধরণের অসত্য সংবাদ ছড়িয়ে ধ্বংস করার চক্রান্ত চলছে। “আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, আমি তপোধীর ভট্টাচার্য, আমার সম্পর্কে যদি নূন্যতম ধারণা থাকে তাহলে জানা উচিত, আমি পড়াশোনার জগতের লোক। আমি আমার জাতির বিপর্যয়ের সময় সামনে এসে দাঁড়িয়েছি, তার মানে এই না যে আমি আমি ভোটে দাঁড়াবো। ভোটে দাঁড়ানোর সম্ভাবনা এই জন্মে নেই, আগামী জন্ম বলে যদি কিছু থাকে, তাতেও থাকবে না কোনদিন । একদম স্পষ্ট বলছি আমি।”

স্থানীয় দৈনিকে এই সংবাদ পরিবেশনের পর উপত্যকা জুড়ে যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল ডঃ ভট্টাচার্যের এই সুস্পষ্ট বক্তব্যে গুজবের পরিসমাপ্তি হলো।

Comments are closed.

error: Content is protected !!