Also read in

গভীর রাতে রংপুরে সড়ক দুর্ঘটনা, মৃত্যু দিদিমা-নাতনির

পঞ্চমীর রাতে এক দুঃখজনক সড়ক দুর্ঘটনায় দশ বৎসরের শিশু বালিকা এবং তার দিদিমা প্রাণ হারালো। তখন রাত প্রায় ১১-৩০, রংপুরে এডিসি লেনের পাশে চলাচলকারীরা হঠাৎ দেখতে পেলেন একটা গাড়ি জলাশয়ে গড়িয়ে পড়ছে। সাথে সাথেই স্থানীয় জনগণ ওই স্থানে পৌঁছে দুজন আরোহীকে গাড়ি থেকে বের করেন। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল, সাথে সাথেই তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

দশ বৎসরের শিশু কন্যাটির নাম লিপি বেগম লস্কর, বাড়ি দুধপাতিল এলাকায়। অন্য মৃত ব্যক্তি হলেন লিপি বেগমের দিদিমা ৫০ বর্ষীয়া জামরুন্নেসা মজুমদার । জামারুন্নেসার বাড়ি রংপুর এলাকায়।

জানা গেছে, লিপি বেগম লস্কর ছুটি কাটাতে দাদুর বাড়িতে যাচ্ছিল। প্রাপ্ত তথ্যমতে মারুতি সুজুকি আলতো কে-টেন গাড়িটি দুধপাতিল থেকে রংপুরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশের জলাশয়ে পড়ে যায়। ঘটনার পরই অসহায় দুই মহিলাকে গাড়ির ভেতরে ফেলে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় লোকেরা জানিয়েছেন, গাড়ির দরজা খুলতে অসুবিধা হওয়ায় আহত দুজনকে উদ্ধার করতে অনেক সময় ব্যয় হয়েছিল।

Comments are closed.