Also read in

কাছাড়ে আরও একজন কোভিড পজিটিভ পাওয়া গেল, চেন্নাই থেকে গতকাল এসেছিলেন

কাছাড়ের কোভিভ আক্রান্তের সংখ্যা বাড়ল। ‌আজ সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে এক টুইটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে, কাছাড় জেলায় আরো এক কোভিড পজিটিভ ব্যাক্তি পাওয়া গেছে। ২৮ বৎসর বয়স্ক ঐ ব্যক্তি গতকাল চেন্নাই থেকে কাছাড়ে এসেছিলেন । তাকে ব্যক্তিকে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের কোভিদ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এই ব্যক্তিকে নিয়ে বর্তমানে সমগ্র রাজ্যে কোভিদ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭, এরমধ্যে ৪১ জন সুস্থ হয়ে উঠেছেন, দুইজন মারা গেছেন এবং দুইজন অন্য রাজ্যে চলে গেছেন। তাই রাজ্যে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২। কাছাড় জেলায় সক্রিয় কোভিদ আক্রান্তের সংখ্যা ১১, যাদের সবাই এখন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২৮ বছর বয়স্ক  নতুন এই কভিড আক্রান্তের  নাম স্বপন নায়েক। উনি মূলত বরথল গাঁও পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাকে শিলচরের একটি হোটেলে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল। কোভিড সংক্রমণ ধরা পড়ার পর বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার।

উল্লেখ্য, বহিঃরাজ্য থেকে আসা প্রায় সকলকেই ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করা হচ্ছে, তাই আক্রান্ত ব্যক্তি থেকে সংক্রমণের আশঙ্কা সীমিত।

Comments are closed.