Also read in

বরাক উপত্যকায় আধার কার্ড ইস্যুর প্রক্রিয়া শুরু হচ্ছে ৬ অক্টোবর থেকে

করিমগঞ্জ এবং হাইলাকান্দিতেও আগামী ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে আধার কার্ড প্রস্তুতির প্রক্রিয়া। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই কার্ড গ্রহণের নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

এই উদ্দেশ্যে করিমগঞ্জ জেলায় প্রার্থীদের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক ডাটা সংগ্রহ করতে জেলার ৩৪টি এনরোলমেন্ট সেন্টারে আগামী ৬ অক্টোবর থেকে কাজ শুরু হবে।

করিমগঞ্জ জেলার নির্দিষ্ট এনরোলমেন্ট সেন্টার গুলো হচ্ছে, করিমগঞ্জ পৌরসভা, সুতারকান্দি ট্রেড সেন্টার, সাদারশি বিডিও অফিস, কালীগঞ্জের বিডিও অফিস, সরিষা চরাকুরি জিপি অফিস, লঙ্গাই রোডের ডিআইসি অফিস, আইলাবাড়ি চা বাগান, বদরপুরের জল সম্পদ বিভাগের কাছাড় ইনভেস্টিগেশন অফিস, বদরপুরের পূর্ত বিআরও সি ডিভিশন বাস্তুকারের কার্যালয়, মহাকালের বিডিও অফিসে দুটি সেন্টার, নিরালার বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজ, বদরপুর থানার পাশে ভিলেজ ডিফেন্স পার্টি হল, বালিবিপ্লা জিপি অফিস, লোয়ারপোয়া বিডিও অফিস, পাথারকান্দি বিডিও অফিস, বাঘণ পঞ্চায়েত অফিস, জোরবাড়ি ডেফল জিপি অফিস, আসিমগঞ্জ ও কলকলিঘাট জিপি অফিস, দুর্লভ ছড়ার পূর্ত বিভাগের ইন্সপেকশন বাংলো, নিভিয়ার অঙ্গনবন্দ কো-অপারেটিভ সোসাইটি, রামকৃষ্ণনগরের বিডিও অফিস, কৃষি বিভাগের এসডিও অফিস, ভেটেরিনারি এসডিও অফিস, সিডিপিও অফিস, কদমতলার সোয়েল কনজারভেশন অফিস, দাসগ্রামের গান্ধাই এইচ এস স্কুল, কেওটকোনা ইলাশপুর জিপি, ময়না জিপি অফিস, কমিউনিটি হল, মনষাঙ্গন জিপি অফিস, নিলামবাজারের পশুপালন ও পশু চিকিৎসা কার্যালয় এবং কালীগঞ্জের পশু পালন এবং পশু চিকিৎসা ডিসপেন্সারি।

এই উদ্দেশ্যে হাইলাকান্দিতে ত্রিশটি কেন্দ্র খুলল জেলা প্রশাসন। ভারতীয় বাসিন্দাদের জন্য কেন্দ্র সরকারের একটি যোগাত্মক পদক্ষেপকে সফল করে তুলতে হাইলাকান্দি জেলায় ত্রিশটি আধার পঞ্জিয়ন কেন্দ্র খুলল জেলা প্রশাসন।। হাইলাকান্দির
অতিরিক্ত জেলা উপায়ুক্ত অমলেন্দু রায় বরাক বুলেটিনকে এ খবর জানিয়ে বলেন, হাইলাকান্দি জেলা প্রশাসনের তত্বাবধানে জেলার চারটি রাজস্ব চক্র এলাকার নির্বাচিত ত্রিশটি কেন্দ্রে গত এক অক্টোবর থেকে শুরু হয়েছে আধার পঞ্জীয়নের জন্য আবেদন প্র-পত্র বিতরনের কাজ।। আগামী ছয় অক্টোবর থেকে জেলার ত্রিশটি নির্বাচিত পঞ্জীয়ন কেন্দ্রে চলবে পঞ্জীয়নের কাজ । আধার পঞ্জীয়ন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। প্রতিটি কেন্দ্রে আধার পঞ্জিয়নের জন্য আবেদনকারীর আঙুলের ছাপ, চোখের মনিবলয় তথা মুখমন্ডলের প্রতিচ্ছবি নেওয়া হবে।। এডিসি অমলেন্দু রায় জানান, আধার পঞ্জিয়নের জন্য ভারতীয় বিশিষ্ট পরিচয় প্রাধিকরণের সহযোগে বারোটি সংখ্যার এক পরিচয়জ্ঞাপক পত্র আধার কার্ডের সূচনা করা হয়েছে।

হাইলাকান্দি জেলা প্রশাসনের তত্বাবধানে জেলার কাটলিছড়া রাজস্ব চক্র এলাকায় আটটি আধার পঞ্জিয়ন কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে – মনিপুর বাগান এম ভি স্কুল, মনিপুর নেতাজি ভবন, কাটলিছড়া লতাকান্দি বি এড কলেজ, কাটলিছড়া চালমার্স হায়ারসেকেন্ডারি স্কুল, ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস কক্ষ ওয়ান ও ট্যু, এবং সার্কল অফিস।।

একইভাবে লালা রাজস্ব চক্র এলাকায় ন’টি আধার পঞ্জিয়ন কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে মনাছড়া হাইস্কুল, জয়মংগল হাইস্কুল, লালা আপগ্রেডেড এম ভি স্কুল, কালাছড়ার এন টি মডেল হাইস্কুল কক্ষ ওয়ান ও ট্যু, লালা জি এস মেমোরিয়াল হাইস্কুল, লালাছড়া চা বাগান কার্যালয়, লালা টাউন কমিটি অফিস, লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়।।

অপরদিকে হাইলাকান্দি রাজস্ব চক্র এলাকায় সাতটি আধার পঞ্জিয়ন কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে হাইলাকান্দি শহরের বিজ্ঞান মন্দির, পুরসভা কার্যালয়, গভট.ভি এম এইচ এস স্কুল, ডি আর ডি এ অফিস, হাইলাকান্দি সার্কল অফিস, পাবলিক এইচ এস স্কুল ও বিডিও অফিস।

আলগাপুর রাজস্ব চক্র এলাকায় ছ’টি আধার পঞ্জিয়ন কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে পাঁচগ্রাম জি পি অফিস, কালীনগর অন্নদা চরন গার্লস হাইস্কুল, জানকী চরন এইচ এস স্কুল, আলগাপুর বিডিও অফিস কক্ষ ওয়ান ও ট্যু এবং আলগাপুর সার্কল অফিস।।

Comments are closed.