Also read in

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শিলচরে আসুর অবস্থান ধর্মঘট সোমবার

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে অবস্থান ধর্মঘটে নামছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন।

আগামীকাল এই অবস্থন ধর্মঘট অনুষ্ঠিত হবে মহাসড়কের জিরো পয়েন্টে মধুরা সেতুর কাছে।

আস-ুর কাছাড় জেলা কমিটির তরফ থেকে অন্যতম কর্মকর্তা আইনুল হক চৌধুরী এই সংবাদ জানিয়েছেন।

এই আন্দোলন শুরু হবে সকাল ১০ টায়, চলবে বিকেলে ৩ টা পর্যন্ত। আরো অন্যান্য সংগঠন এই অবস্থান ধর্মঘটে সামিল হবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এক বিক্ষিপ্ত প্রতিবাদ অনুষ্ঠিত হয় শনিবার শিলচর মহকুমায় পশ্চিমাঞ্চলে। জয়নগর-যাত্রাপুর মোকামি জমিয়ত উলেমার উদ্যোগে এক মৌন মিছিল জাটিঙ্গামুখ, কৃষ্ণপুর, রানিঘাট, বরযাত্রাপুর পরিক্রমা করে। এতে এআইইউডিএফ এবং কাছাড় প্রতিবাদী মঞ্চের কর্মকর্তারা ও অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, নাগরিকত্ব আইন নিয়ে ব্রহ্মপুত্র উপত্যকা তোলপাড় হলেও বরাকে কিছু বিক্ষিপ্ত আন্দোলন হলে ও ‘শান্তির দ্বীপ’ শান্তই রয়েছে।

Comments are closed.