Also read in

হাইলাকান্দিতে উদ্ধার হওয়া অভিভাবকহীন দুই দিনের শিশু করোনা আক্রান্ত

দুই দিন আগে হাইলাকান্দি শহরে পরিত্যক্ত অবস্থায় একটি নবজাতক কন্যাকে উদ্ধার করেছিল চাইল্ড হেল্পলাইন। তাঁকে পরবর্তীতে শিলচরের নিবেদিতা নারী সংস্থার হাতে সরকারিভাবে তুলে দেওয়া হয়েছিল। তবে সাধারণ নিয়ম অনুযায়ী তার সোয়াব স্যাম্পল সংগ্রহ করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বুধবার হাসপাতালের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী শিশুটির করোনা পজিটিভ পাওয়া গেছে।

নিবেদিতা নারী সংস্থার পক্ষ থেকে দিবা রায় জানিয়েছেন, “দুইদিন আগে হাইলাকান্দিতে শিশুটিকে উদ্ধার করেছিল চাইল্ড লাইন হেল্প সেন্টারের কর্মীরা। এরপর তারা শিশুটিকে আমাদের হাতে তুলে দেয়। আমরা তার একটি নামও দিয়েছি। খবরটি বেরোনোর পর অনেকেই শিশুটিকে গ্রহণ করতে চেয়েছিলেন, তবে এখনই কারও হাতে শিশুটিকে তুলে দেওয়ার পরিকল্পনা নেই। আমরা তাকে আমাদের কাছে রেখে সুস্থ করে তুলছি। সরকারি নিয়ম অনুযায়ী তার স্যাম্পল পাঠিয়ে দেওয়া হয়েছিল।”

এর আগে শিলচর মেডিক্যাল কলেজে ৬ দিন এবং ৮ দিন বয়সের দুটি শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা দুজনেই তাদের অভিভাবকের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন। এবার আরেকটি শিশু আক্রান্ত হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন এতে ঘাবড়ে যাবার খুব একটা কারণ নেই। এখন পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, প্রত্যেক ব্যক্তির করোনা ভাইরাস সংক্রমণ হওয়া সম্ভব। প্রত্যেকেই ভাইরাস থেকে মুক্ত হয়ে সুস্থ জীবন যাপন করবেন, এটাই ভবিষ্যতের স্বাভাবিক অবস্থা।

Comments are closed.

error: Content is protected !!