অভিজিৎ গুপ্ত শিলচর মেডিক্যাল কলেজে কোভিডে মারা গেলেন; হাসপাতালে ভর্তি ৩ জন
১২ দিন ধরে কোভিডের সাথে লড়াই করার পর শিলচর মালুগ্রামের অভিজিৎ গুপ্ত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (SMCH) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ৬৮ বছর বয়সী গুপ্তকে ৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
অভিজিৎ গুপ্ত তার স্ত্রী সুদীপ্তা গুপ্ত, পুত্র অভিষেক গুপ্ত, পুত্রবধূ ডাঃ অস্মিতা রায় গুপ্ত, ভাই বিশ্বজিৎ গুপ্ত, অরিজিৎ গুপ্ত, ভাইপো বিশ্বদীপ গুপ্ত, সৌরদীপ গুপ্ত এবং ডাঃ অরিন্দম গুপ্ত, ভাইঝি অভিপ্রিয়া গুপ্ত সহ আরও অনেক গুণগ্রাহীদের রেখে গেছেন।
শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইস-প্রিন্সিপাল ডাঃ ভাস্কর গুপ্ত জানিয়েছেন যে, বর্তমানে হাসপাতালের কোভিড ওয়ার্ডে তিনজন রোগী ভর্তি রয়েছেন।
কোনও রোগী অক্সিজেন সাপোর্টে বা ভেন্টিলেটরে নেই বলে ডাঃ গুপ্ত জানিয়েছেন।
Comments are closed.