Also read in

এস ভি সি সির বর্ষসেরা পুরস্কার : বর্ষসেরা ক্রিকেটার অভিষেক-উর্মিলা, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন বাদল দে, সুজিত দত্তগুপ্ত ও অভিজিৎ এন্দো

শিলচরের ক্রীড়াঙ্গনে খুব একটা বয়স হয়নি শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের (এস ভি সি সি)। তবে নিজেদের ৫ বছরের যাত্রাপথে ইতিমধ্যেই এক বিশেষ পরিচিতি গড়ে ফেলেছে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে গড়া এই ক্লাব। বরাক প্রিমিয়ার লিগের সুবাদে এখন বরাক উপত্যাকা সহ গোটা রাজ্যে এক পরিচিত নাম এস ভি সি সি। তবে শুধু বিপিএল নয়, প্রতিবছরই বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি আয়োজন করে আসছে ভেটেরান ক্রিকেটার্স ক্লাব। তাদের অন্যতম বড় এবং আকর্ষনীয় ইভেন্ট হচ্ছে বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠান। প্রতিবছরই পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কৃত করে থাকে এস ভি সি সি। এবারও এই অনুষ্ঠান আয়োজন করছে তারা। আগামী ১৭ এপ্রিল কল্পতরু হোটেলে বসবে এই অনুষ্ঠানের আসর।

মূলত ক্রিকেটারদের নিয়ে গড়া এই ক্লাব অন্যান্য স্পোর্টসেও অবদান রাখার চেষ্টা করে যাচ্ছে। করোনাকালে তারা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছিল। বিভিন্ন সময়ে আর্থিক সঙ্কটে থাকা খেলোয়ারদের সাহায্য করেছে এই ক্লাব। তাদের পাশে দাঁড়িয়েছিল এস ভি সি সি। এবার বার্ষিক বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানেও শুধু ক্রিকেট নয়, অন্যান্য স্পোর্টস এর সঙ্গে জড়িতদেরও পুরস্কৃত ও সম্মান জানাবে ভেটেরান ক্রিকেটার্স ক্লাব।

ক্লাবের সভাপতি বিজেন্দ্র প্রসাদ সিং জানান, গোটা মরশুমে দুর্দান্ত প্রদর্শনের জেরে এবার বর্ষসেরা ক্রিকেটারের (পুরুষ) পুরস্কার পাচ্ছেন রাজ্য দলের বাঁহাতি তারকা অভিষেক ঠাকুরি। বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন রাজ্য দলের তারকা উর্মিলা চ্যাটার্জী। অনূর্ধ্ব ১৯ আন্তঃজেলা ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানো অভিষেক দেব পাচ্ছেন সেরা প্রতিশ্রুতিবান ক্রিকেটারের পুরস্কার। মহিলা ক্যাটাগরিতে এই পুরস্কার পাচ্ছেন নিকিতা নাথ।

এবার বর্ষসেরা পুরস্কারের অন্যতম আকর্ষণ হচ্ছে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ক্লাব সচিব নিরঞ্জন দাস জানান, জেলার তিন প্রাক্তন তারকাকে এই পুরস্কার দিয়ে সম্মান জানাবে এস ভি সি সি। এই তিনজন হলেন-বাদল দে, সুজিৎ দত্তগুপ্ত এবং অভিজিৎ এন্দো। সহ-সচিব হিমাদ্রি শেখর দাস জানান, ক্রিকেট সহ অন্যান্য স্পোর্টসে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজনকে বিশেষ পুরস্কার দিয়ে সম্মান জানানো হবে। বরাক উপত্যকার ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০ টির বেশি ম্যাচ খেলার জন্য সম্মান জানানো হবে রনজি তারকা প্রীতম দাসকে। এছাড়াও পুরস্কৃত করা হবে অক্ষিতা রায় ও বিপ্রজিত দেব (টেবিল টেনিস), কুটন গৌড় (অ্যাথলিট), আব্দুল মাজীদ চৌধুরী (রেফারি), ঈশিতা নাথ (হকি), সুমিত সিনহা (ব্যাডমিন্টন) এবং দেবারতী দে (দাবা)। এছাড়াও ৬৮ বছর পর বরদলৈ ট্রফিতে অংশ নিয়ে সেমিফাইনাল খেলা ইন্ডিয়া ক্লাব কেও অনুষ্ঠানে সম্মান জানানো হবে। সেই সঙ্গেই রেফারি ট্রেনিং সেন্টারের হাতে তুলে দেওয়া হবে পাঁচ হাজার টাকা।

অতীতে জেলার উঠতি পেসারদের নিয়ে এক বিশেষ পেস বোলিং কোচিং ক্যাম্প আয়োজন করেছিল এসভিসিসি। সেই ক্যাম্পে কোচ হিসেবে এসেছিলেন একজন প্রাক্তন রনজি পেসার। ক্লাব সভাপতি বিজেন্দ্র জানান, আগামীতেও বাইরের একজন কোচকে এনে বিশেষ ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে ক্লাবের। এছাড়া ফুটবল নিয়েও চিন্তাভাবনা রয়েছে শিলচর ভেটেরন ক্রিকেটার্স ক্লাবের।

Comments are closed.