Also read in

টানা দ্বিতীয় জয় টাউন ক্লাবের, সুপার ডিভিশনে ফের হারল ত্রিবেণী ক্লাব

প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইউনাইটেড ক্লাবের বিরুদ্ধে জয় যে ফ্লুক ছিল না, সেটা বুধবার প্রমাণ করলো টাউন ক্লাব। এদিন এস এম দেব স্টেডিয়ামে তারা সহজেই হারালো ত্রিবেণী ক্লাব কে। ৮২ রানের বড়োসড়ো একটা ব্যবধানে। এর ফলে শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত নারায়ন পাল স্মৃতি সুপার ডিভিশনে টানা দ্বিতীয় জয় তুলে নিল টাউন ক্লাব। উল্টোদিকে, প্রথম ম্যাচে ইটখোলা এসির বিরুদ্ধে হারের পর ফের হারের মুখ দেখল ত্রিবেণী। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে।

এদিন সকালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টাউন ক্লাব। দুই ওপেনার অভিজ্ঞ অভিতাভ পাল ও প্রথম ম্যাচের হিরো রাম চন্দ্র দাস দলের শুরুটা দারুণ করে দেন। প্রথম উইকেট এর জন্য দুজনে যোগ করেন ৮১ রান। যা টাউন ক্লাবের জন্য বড় স্কোরের ভিত গড়ে দেয়। তারা নির্ধারিত ৪০ ওভারে ছয় উইকেটে ২১২ রানের স্কোর খাড়া করে নেয়। অভিতাভ ১১৩ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। রামচন্দ্র করেন ৩৮। এছাড়া ভালো ব্যাটিং করেন মজিবুর আলী (৩৯)। লোয়ার মিডল অর্ডারে অপরাজিত ২৩ রানের ক্যামিও খেলেন শম্ভু রায়। ইয়াসির আলী করেন ১১। দুই উইকেট নেন অঙ্কিত আগরওয়াল।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ত্রিবেণী। যার ফলে ৩১.৫ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায় তারা। ছয় রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার কৃশানু দত্ত (৫) ও কৃষ্ণেন্দু দাস (০)। তিনে নেমে একা কুম্ভের মতো লড়াই করেন অমিত যাদব। তিনি ৭০ রানের লড়াকু অর্ধশতরানের ইনিংস খেলেন। তবে বাকিরা ব্যর্থ হওয়ায় তার এই অবদান কোনো কাজে আসেনি। ব্যর্থ হন রাজ্য দলের বাঁহাতি তারকা অভিষেক ঠাকুরিও (৩)। অথচ তাকে ঘিরেই টিকে ছিল ত্রিবেণী সমস্ত আশাভরসা। দেবজ্যোতি (১০) ও শুভম দেব (১৬) রান করেন। শেষ পাঁচ উইকেট ১১ রানের ব্যবধানে হারায় ত্রিবেণী। তিন উইকেট নেন অনুরাগ সিনহা।

দুরন্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন অভিতাব পাল। তার হাতে পুরস্কার তুলে দেন আশিষ রায়। ‌ সুপার ডিভিশনে এই জয়ের ফলে শেষ চারের দিকে অনেকটাই এগিয়ে গেল টাউন ক্লাব। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে সমস্যায় পড়ে গেল ত্রিবেণী।

Comments are closed.

error: Content is protected !!