Also read in

এবিভিপি'র ছেলেরা রাস্তা থেকে নিয়ে গেছে , ছাত্রীদের অবরোধে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি: প্রধান শিক্ষক দেবাঞ্জন মুখোপাধ্যায়

বুধবার রাতে শিলচর মেহেরপুর ঘাতক ট্রাক কর্তৃক দুই যুবতীর মৃত্যু এবং ১৫ জন আহত হওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার অবরোধে উত্তাল হয়ে উঠেছিল রাঙিরখাড়ি এলাকা; বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে ছিল। এই অবরোধ কার্যসূচিতে স্কুল ইউনিফর্ম পরে ছাত্র-ছাত্রীদের যোগদান নিয়ে বেশ বিতর্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় বিভিন্ন স্কুলের নাম উল্লেখ করে খবর পরিবেশিত হয়েছে।

 

এই বিষয়ে ছাত্রীদের যোগদান নিয়ে নেতাজি স্কুলের প্রধান শিক্ষক দেবাঞ্জন মুখোপাধ্যায়ের সাথে আমাদের প্রতিনিধি যোগাযোগ করলে তিনি জানান, এবিভিপি’র ছেলেরা এসেছিল কিন্তু স্কুলের তরফে ছাত্রীদের নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। স্কুলে ইউনিট টেস্ট চলছে; ক্লাস নাইন অব্দি ১ ঘণ্টা এবং ক্লাস টেনের ২ ঘণ্টা সময় ছিল। তাই কারোর দশটায় এবং কারোর এগারোটায় পরীক্ষা শেষ হয়ে যায়। তারপর এদেরকে বাড়ি যাওয়ার পথে স্কুলের বাইরে রাস্তা থেকে এবিভিপি’র ছেলেরা অবরোধ কার্যসূচিতে নিয়ে যায়।

“শিক্ষামূলক কোন শোভাযাত্রা ছাড়া অন্য কিছুতে আমরা আমাদের ছাত্রীদেরকে যোগদান করতে দেইনা, এই নীতি আমরা দৃঢ়ভাবে মেনে চলি”, স্পষ্ট জানালেন প্রধান শিক্ষক।

Comments are closed.

error: Content is protected !!