
ফি কমাতে কাছাড় কলেজের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ এবিভিপি'র
কাছাড় কলেজে অত্যধিক ফি গ্রহণের প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাছাড় কলেজ ইউনিট শনিবার সকাল সাড়ে দশটায় কলেজের গেটে তালা লাগিয়ে দেয়। এরপর কলেজের ছাত্রছাত্রীরা গেটের সামনে চার ঘন্টা ধর্ণা দেয়। এদিন প্রতিবাদ চলাকালীন হঠাৎ বাইরে থেকে কিছু অন্য সংগঠনের ছাত্রছাত্রীরা এসে এ প্রতিবাদ আটকানোর প্রয়াস চালায় বলে পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ওরা পরিষদের ছাত্রদের উপর হামলা চালায় বলেও উল্লেখ করে পরিষদ। পরে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি সামাল দেয় এবং অধ্যক্ষের কক্ষে দুই পক্ষের মধ্যে আলোচনার পর সোমবার বিশ্ববিদ্যালয়ে বৈঠকের পর ফি কমানোর ওপর নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানানো হয়।
এখানে উল্লেখ করা যেতে পারে, প্রত্যেকটি কলেজের চড়া হারে ফি আদায়ের বিষয়কে কেন্দ্র করে কাছাড় কলেজে এ বি ভি পি’র কলেজ শাখার পক্ষ থেকে গত ২৫ মার্চ কলেজ অধ্যক্ষার হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে দাবি জানানো হয় যে আসাম বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন মতে সেন্টার ফি এক সেমিস্টারেই নিতে হবে। অথচ কাছাড় কলেজ কর্তৃপক্ষ ব্যাক থাকা ছাত্র ছাত্রীদের কাছ থেকে দু তিনবার করে ফি নিচ্ছেন বলে পরিষদের পক্ষ থেকে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। পরিষদের পক্ষ থেকে আরও বলা হয়, যেখানে ব্যাক পেপারের জন্য একজন ছাত্র ছাত্রীর কাছ থেকে দুশো টাকা আদায় করার কথা সেখানে কলেজ কর্তৃপক্ষ ৬৫০ টাকা করে আদায় করছেন। অধ্যক্ষার হাতে এসব অভিযোগ সমৃদ্ধ স্মারক পত্র তুলে দেওয়ার তিনদিন পরও ফি কমানোর ব্যাপারে কোনও বিজ্ঞপ্তি জারি না হওয়ায় পরিষদের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো অধ্যক্ষার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে কর্তৃপক্ষ রাজি হয়ে লিখিতভাবে বিজ্ঞপ্তি দেন যে তারা অতিসত্বর ব্যবস্থা নেবেন। কিন্তু তারপরও কোনও কাজ না হওয়ায় পরিষদ গেইটে তালা লাগানোর সিদ্ধান্ত নেয়।
এদিন বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে শিলচর নগর বিস্তারক বুদ্ধ পাল, শাখা সহ-সম্পাদক করণজিৎ দেব, ঋতুরাজ চক্রবর্তী, মিটন বিশ্বাস, রোহিত চন্দ, প্রসেনজিৎ নাথ, জয়দীপ প্রমুখ উপস্থিত ছিলেন।
Comments are closed.