চিনা পণ্য সামগ্রী বয়কটের আহ্বান জানিয়ে এবিভিপি চিনা-রাষ্ট্রপতির প্রতিকৃতি পোড়াল শিলচরে
চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বিরুদ্ধে আজ বিক্ষোভ প্রদর্শন করল অখিল ভারতীয় ছাত্র পরিষদের শিলচর শাখা। শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে এবিভিপি’র প্রায় ১৫ জন সদস্য এই বিক্ষোভ প্রদর্শনের জন্য সমবেত হন।
এখানে উল্লেখ করা যেতে পারে, লাদাখের সীমান্তে চিনের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনা বাহিনীর কুড়ি জন সেনা শহীদ হয়েছেন। এই অবস্থায় সারাদেশেই শি জিনপিংয়ের প্রতিকৃতি পোড়ানো হচ্ছে।
আজ চীনের রাষ্ট্রপতির প্রতিকৃতি জ্বালানোর পর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মুখপাত্র বলেন, ভারতীয় সেনাবাহিনীর উপর চিনা সৈন্যদের হামলার প্রতিবাদ স্বরূপ এই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে।
এছাড়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা ভারতীয় নাগরিকদের প্রতি চিনা পণ্য সামগ্রী বয়কটের আহ্বান জানান। চীনা পণ্য সামগ্রীর পরিবর্তে ভারতীয় বিকল্প ব্যবহার করার আবেদন জানান তারা। মুখপাত্র বলেন, বেশ কয়েকটি চিনা পণ্য সামগ্রী রয়েছে যা আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। আমাদের সচেতন ভাবে এই চিনা সামগ্রীগুলো এড়িয়ে চলতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এগুলোর পরিবর্তে ভারতীয় সামগ্রী ব্যবহার করা শুরু করতে হবে।
Comments are closed.