Also read in

হোলির দিনে শিলচরের কাছে ভয়ানক পথ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত বাইক আরোহী, সঙ্গীর অবস্থা আশঙ্কাজনক

আজ দুপুরে ৩৭ নং শিলচর- ইম্ফল জাতীয় সড়কে এক ভয়ানক পথ দুর্ঘটনা সংঘটিত হয় । এই দুঃখজনক ঘটনায় অকুস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর; অপরজনকে সংকটজনক অবস্থায় পাঠানো হয়েছে হাসপাতালে।

ঘটনার বিবরণে প্রকাশ, আজ দুপুরে কাশীপুরের কাছে ই অ্যান্ড ডি বাঁধের সামনে এক পার্কিং করে রাখা ট্রাক নং AS01 7637 ‘ র পিছনে সজোরে ধাক্কা মারে বাইক নং AS 11 L 5826 । প্রচন্ড গতিতে ধাক্কা লাগার ফলে ছিটকে পড়ে বাইকে থাকা দুই আরোহী। বাইক চালক হেলমেট বিহীন যুবক রাহুল লোহারের মাথা ফেটে রক্ত বয়ে যায় সড়কে, সাথে সাথেই মৃত্যু হয তার। রাহুলের বাড়ি কাশীপুর অঞ্চলে বলে জানা গেছে। তার সঙ্গী কাশীপুর এলাকারই ঝন্টু ঠাকুর নামে যুবকের অবস্থাও সঙ্গীন হয়ে পড়ে। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান।

স্থানীয় জনগণ এবং প্রত্যক্ষদর্শীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুজনেই প্রচন্ডভাবে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। হোলির দিনে এই দুঃখজনক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.