Also read in

সদরঘাটের নতুন সেতুতে দুর্ঘটনা, আহত ২

জয়দেব যাচ্ছে সঙ্গীতাকে আনতে। এমনই লেখা ছিল বিয়ের গাড়িটির পেছনে। কিন্তু পথেই হলো বিপত্তি। ঘটে গেল দুর্ঘটনা। তাও নিজের দোষেই। মারুতি সুজুকি সুইফট গাড়ি অর্থাৎ বিয়ের গাড়িটি বরাক সেতুর ভুল সাইড দিয়ে যাওয়ার ফলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ঘটনায় দুই বাইক আরোহী যুবক আহত হয়ে রাস্তায় পড়ে যান। যুবক দুজন মাথায় হেলমেট না পড়ায় মুখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। ঘটনাটি ঘটে শিলচর সদরঘাটের নতুন সেতুতে বৃহস্পতিবার রাত নটা নাগাদ।

প্রাপ্ত খবরে জানা যায়, শিলচর শহর থেকে উধারবন্দের দিকে যাওয়ার সময় পুরাতন সেতু ব্যবহার করার কথা থাকলেও গাড়িটি নতুন সেতু ব্যবহার করে আইন অমান্য করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গাড়িটি নিধু রঞ্জন দাসের নামে রেজিস্ট্রেশন করা রয়েছে।

অন্যদিকে, আহত দুজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটির পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জমা হয়ে যান। তাদের উদ্যোগেই একটি অটো রিক্সা দিয়ে আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের মতে, তারা মধুরবন্দ এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে আরো জানা যায়, গাড়িটি ভুল সাইড দিয়ে যাচ্ছিল এবং বাইক আরোহীরাও হেলমেট পড়েনি। ফলে বাইক আরোহীর একজন মাথায় আঘাতপ্রাপ্ত হন। নিজেদের অসাবধানতা ও অজ্ঞানতাই দুর্ঘটনাটির কারণ। একজন প্রত্যক্ষদর্শী আমাদের জানালেন, ” সুন্দর পোশাক পরিচ্ছদে সুসজ্জিত গাড়িটির যাত্রীদের দেখে বোঝাই যাচ্ছিল তারা কোনও বিয়ে বাড়িতেই যাচ্ছেন‌। আমরা অনেকেই তাদের মধ্যের কয়েকজন মহিলাকে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতে দেখেছিলাম। কিন্তু ঘটনার পর আশেপাশের স্থানীয় লোকরা জড়ো হতে না হতেই ওই গাড়ির লোকগুলো পালিয়ে যায়।” ঘটনায় জড়ো হওয়া স্থানীয় লোকগুলো পরে গাড়ি ভাঙচুর করে বলেও জানা যায়।

উল্লেখ্য, বাইকের রেজিস্ট্রেশন নম্বরটি হচ্ছে AS11K 4765 এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে AS11Q 6052।

Comments are closed.