Also read in

শিলচরের স্বপন কুমার সিনহার ছবি পুরস্কৃত কলম্বোর আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে

শিলচরের স্বপন কুমার সিনহার ছবি পুরস্কৃত হলো কলম্বোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে। গত ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কলম্বো বিশ্ববিদ্যালয়ের প্যারেরা আর্ট গ্যালারিতে এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে পৃথিবীর ১০ টি দেশ থেকে প্রায় ৯৬ জন বিশিষ্ট চিত্রশিল্পীর ছবি প্রদর্শিত হয়। প্রদর্শনীর আয়োজক ছিল আন্তর্জাতিক চিত্র গোষ্ঠী ‘সরং’।

৯৬ জন বিশিষ্ট চিত্রশিল্পীর মধ্যে স্বপন কুমারের যে ছবিটি পুরস্কৃত হয়েছে সেটির নাম ছিল ‘বেসাহারা’। ছবিটিতে মাধ্যম হিসেবে শিল্পী ব্যবহার করেছেন এক্রেলিক কালার। সর্বমোট ১২ জন শিল্পীকে এই প্রদর্শনীতে পুরস্কৃত করা হয়। তার মধ্যে ভারত বর্ষ থেকে স্বপন কুমারের চিত্র নির্বাচিত হয়েছিল এবং পুরস্কার পেতে সক্ষম হয়। এ প্রদর্শনীতে আমেরিকা,জাপান, নাইজেরিয়া, কানাডা সহ বিভিন্ন দেশ থেকে শিল্পীরা অংশগ্রহণ করেন।

এখানে উল্লেখ করা যায়, এর আগে জুলাইতে দিল্লিতে আয়োজিত চিত্র প্রদর্শনীতেও এই শিল্পীর ছবি ‘শ্রেষ্ঠ ছবি’ হিসেবে সম্মান অর্জন করে। নেপাল, মায়ানমার, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে স্বপন কুমারের আঁকা চিত্র প্রদর্শিত হয়েছে। এর আগে তিনি করিমগঞ্জ থেকে ‘কলা রত্ন’ পুরস্কার, কলকাতার আর্ট ইউনিভার্স থেকে ‘গ্রেট পার্সোনালিটি অফ আর্ট’ এবং কিছুদিন আগে টয়োটা পোদ্দার থেকে ‘শারদ সম্মান’ গ্রহণ করেছেন।

তিনি শিলচরে কার্টুনিস্ট হিসেবেও পরিচিত। তাছাড়া শিলচরের বিভিন্ন স্থানে শিল্পীর তৈরি ভাস্কর্য রয়েছে । শিলচর রেডক্রসে স্থাপিত ভাষ্কর্য, দেশভক্ত তরুন রাম ফুকন, বিবেকানন্দ রোডের সুদেষ্ণা সিনহার ভাস্কর্য এই শিল্পীর হাতে তৈরি। পাথারকান্দিতে ১৪ ফুট লম্বা মূর্তি, ত্রিপুরার ঊনকোটিতেও শিল্পীর তৈরি ভাস্কর্য রয়েছে। শিল্প কর্ম ছাড়া পেশায় তিনি হায়ার সেকেন্ডারি স্কুলের অর্থনীতির শিক্ষক।

Comments are closed.