Also read in

পাবলিক স্কুল রোডে গভীর রাতে ডাক্তারের চেম্বারে আগুন

বড়োসড়ো অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে শহরের অন্যতম জনবহুল এলাকা পাবলিক স্কুল রোড। শনিবার রাত সোয়া এগারটা নাগাদ বিপিন দাস লেনে চিকিৎসক নন্দিতা দাসের চেম্বারে আগুন লাগে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, এলাকাবাসীর বিচক্ষণতায় আগুন নিয়ন্ত্রনে আসে এবং পরে অগ্নিনির্বাপক বাহিনীর দুটি গাড়ি এলাকায় আসে। তাদের সহায়তায় আগুন নেভানো হয়।

অগ্নিনির্বাপক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ হয়তো শর্ট-সার্কিট হতে পারে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা থেকে বাঁচা গেছে।

এলাকাবাসীরা জানিয়েছেন, হঠাৎ করেই এলাকায় কিছু জ্বলার গন্ধ এবং ধোঁয়া লক্ষ্য করেন তারা। সঙ্গে সঙ্গেই সবাই আগুনের উৎস খুঁজতে শুরু করেন, সঙ্গে অগ্নিনির্বাপক বিভাগে খবর দেওয়া হয়। বিভাগের গাড়ি আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এত বড় জনবহুল এলাকায় এভাবে মাঝরাতে আগুন লাগার ঘটনায় কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে।

Comments are closed.

error: Content is protected !!