Also read in

আজ থেকে খুলছে ফাটক বাজার এবং নিউমার্কেট এলাকার দোকানপাট

গত ২২ মে তারিখে কাছাড়ের জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ  শিলচরের ফাটক বাজার এবং নিউমার্কেট এলাকায় কোভিড-১৯  সম্পর্কিত প্রটোকল/ নিয়ম নীতি অমান্য করার পরিপ্রেক্ষিতে ওই এলাকা গুলিকে  এক নির্দেশ জারি করে বন্ধ করে দেওয়া হয়েছিল l

কাছাড়ের জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের  চেয়ারপারসন  আজ অপর এক নির্দেশ জারি করে জানিয়েছেন যে, পূর্ববর্তী নির্দেশ বাতিল করে ৩১মে তারিখ থেকে  শিলচরের ফাটক বাজার এবং নিউমার্কেট এলাকায় থাকা সকল দোকানপাট / ব্যবসা প্রতিষ্ঠান সমূহ  খোলা রেখে তাদের ব্যবসা শুরু করতে পারবেন l

তবে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোভিড-১৯  সম্পর্কিত নীতি নির্দেশনা অনুযায়ী ফেস মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, ইত্যাদি নিয়ম নীতি গুলি কঠোরভাবে মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে l

উল্লেখ্য, ফাটকবাজার এবং নিউমার্কেট এলাকার হোলসেল দোকানগুলো বন্ধ থাকায় ছোট ছোট দোকানদারেরা তাদের দোকানের জিনিসপত্র আনতে পারছিলেন না।

Comments are closed.