ধস মুক্ত মেঘালয়ের জাতীয় সড়ক, স্বাভাবিক যান চলাচলে জনমনে স্বস্তি
দীর্ঘ ষোল ঘণ্টা পর মেঘালয়ের ছয় নম্বর জাতীয় সড়ক ধস মুক্ত হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। বৃহস্পতিবার ভোর থেকে এ রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়ে উঠে। এখানে উল্লেখ করা যেতে পারে, রাতাছড়া থেকে উমকিয়েং পর্যন্ত বুধবার দুপুরে ধস পড়ায় রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে বরাক উপত্যকার সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। মেঘালয় রাজ্যের পূর্তবিভাগের প্রচেষ্টায় ১৬ ঘণ্টা পর সড়ক যোগাযোগ আবার স্বাভাবিক হয়ে উঠেছে।
জানা যায়, বুধবার দুপুর থেকে মুষলধারে বৃষ্টিপাতের ফলে ওইসব স্থানে পাহাড় থেকে পাথর মাটি পড়তে থাকে। স্বাভাবিকভাবেই মাটি পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। মেঘালয়ের পূর্ত বিভাগ জাতীয় সড়কের ওপর থেকে মাটি সরানোর কাজ শুরু করলেও মুষলধারে বৃষ্টিপাত বারবার বাধা সৃষ্টি করতে থাকে। একসময় জাতীয় সড়ক কাদায় একাকার হয়ে পিচ্ছিল হয়ে ওঠায় কাজ করা দুষ্কর হয়ে উঠে। পরে পূর্ত বিভাগের কর্মীরা এসকেভেটর দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় মাটি সারাইয়ের কাজ করেন। ভোর তিনটে নাগাদ রাস্তার কাজ শেষ হয়।
সকাল থেকে জাতীয় সড়ক যান চলাচলের জন্য পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠে। ফলে বরাক উপত্যকার জনগণও স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে এই সব স্থানে আবারও ধস পড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির মরশুমে বারবার ধস পড়ার ফলে এই সড়কে চলাচলের ক্ষেত্রে জনগণকে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয়।
Comments are closed.