Also read in

জাপানি এনকেফেলাইটিস কেড়ে নিল উধারবন্দের ১৩ বছরের দীপ্তসোমকে

জাপানি এনকেফেলাইটিস রোগে আক্রান্ত হয়ে উধারবন্দে মৃত্যু হল এক ছাত্রের। ছাত্রটির নাম দীপ্তসোম সেন। উধারবন্দ থানার অন্তর্গত চান্দখিরার বাসিন্দা কেশব সেনের ছেলে দীপ্তসোমের বয়স হয়েছিল ১৩ বছর।

জানা গেছে, দীপ্তসোম সেন পয়লাপুল জওহর নবোদয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। আরো জানা যায়, গত কয়েকদিন ধরেই সে প্রচন্ড জ্বরে ভুগছিল। কাজেই তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে তার দেহে জাপানি এনকেফেলাইটিস ধরা পড়ে।

এরপর থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হল না। বাঁচানো গেল না দীপ্তসোমকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। না ফেরার দেশে চলে গেল দীপ্তসোম।মাত্র ১৩ বছর বয়সে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। শুক্রবার সকালে সম্পন্ন হল তার শেষকৃত্য।

তের বছরের বালকের এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। শোকে কাতর জওহর নবোদয় বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রীরা। বিদ্যালয়ের এ্যালুমিনি সংস্থার সভাপতি বজলুন নুর, নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনছার হোসেন বড়ভূঁইয়া, বিনাজ দাস, রিকুল হুসেন বড়ভূঁইয়া সহ অনেকেই দীপ্ত সোমের এই অকালে চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না। তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Comments are closed.