Also read in

সরকারি নির্দেশে শেষমেষ পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হল আসাম বিশ্ববিদ্যালয়

কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা টিডিসি ওড সেমিস্টারের পরীক্ষা ওফলাইনে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন করে আসছিল, কিন্তু কর্তৃপক্ষ অনড় ছিলেন। শেষমেষ সরকারি নির্দেশের সাথে সামঞ্জস্য রাখতে ৫ মে থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করল আসাম বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত কোন ধরনের পরীক্ষা রুটিনেই নেই। ২৭ এপ্রিলের পরীক্ষা অনুষ্ঠিত হয় অফলাইনে।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রদোষ কিরণ নাথ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলা উপায়ুক্ত তথা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যানের আদেশ নং DDMA39/CHR/2021/30 Dated 27.04.2021 এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় তথা এর অধীন সমস্ত কলেজগুলোতে সব ধরনের অফলাইন কার্যসূচি ২৮ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বাতিল করা হলো; তবে অনলাইন ক্লাস চলবে।

একই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ৫ মে থেকে অনুষ্ঠিতব্য টিডিসি ওড সেমিস্টারের পরীক্ষা পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হল । কাছাড় জেলার বি এড প্রাক্টিক্যাল পরীক্ষা ১২ মে পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজ-কর্ম চলবে, এর জন্য প্রশাসনিক বিভাগ সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত খোলা থাকবে। বিনা অনুমতিতে বিশ্ববিদ্যালয়ে কেউ প্রবেশ করতে পারবে না

বিশ্ববিদ্যালয়ের হোস্টেলও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়ে বলা হয়েছে গবেষকরা যেন তাদের জিনিসপত্র সব নিয়ে হোস্টেল খালি করেন।

উল্লেখ্য, গতকাল রাধামাধব কলেজে স্নাতক ওড সেমিস্টারের পরীক্ষা দিতে এসে দুই জন পরীক্ষার্থী অসুস্থ বোধ করলে তাদের আলাদা করে আইসোলেশনে পরীক্ষা নেওয়া হয়। পরে তাদের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

Comments are closed.

error: Content is protected !!