Also read in

দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের অভিযোগের ভিত্তিতে সরকারি অর্থ নয়ছয়ে গ্রেফতার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

করিমগঞ্জের লোয়ারপোয়া ব্লকের এক সহকারী অভিযন্তাকে সরকারি অর্থ দুরপযোগীতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নাম সুদীপ সরকার। গত ফেব্রুয়ারিতে তিনি দক্ষিণ করিমগঞ্জ বিধায়কের তহবিল থেকে এক আত্মীয়ের অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা জমা দেন। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ পরে তহবিল তছরূপের কথা জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন।

বিধায়ক সিদ্দেক আহমেদের অভিযোগের ভিত্তিতে করিমগঞ্জের জেলা প্রশাসক সুদীপ সরকারকে তাঁর অফিসে ডেকে পাঠান। পরে তাকে পুলিশের কাছে সমঝে দেওয়া হয় এবং পুলিশ তাকে আটক করে ।

ঘটনার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ বলেন, “সুদীপ সরকার এবং করিমগঞ্জ ডিডিসির এমএলএ তহবিলের অধীনে উন্নয়ন কাজের জন্য একটি যৌথ অ্যাকাউন্ট ছিল। কিন্তু আমি যখন মাঠে গিয়ে দেখলাম যে যারা মাটির কাজ করেছে তাদের টাকা দেওয়া হয়নি।”

বিধায়ক যোগ করেছেন, “এই ইঞ্জিনিয়ার তাদেরকে একটি পয়সাও দেননি এবং নানা অজুহাত দেখিয়ে দিনের পর দিন অর্থ প্রদানে বিলম্ব করতে থাকেন। পরে তিনি অন্য কাউকে টাকা স্থানান্তর করেন।”

Comments are closed.