আজকের অভিযানে দুষ্কৃতির পাথর নিক্ষেপ, উচ্ছেদ চলবে, জানালেন উপায়ুক্ত
অবৈধ নির্মাণ,ফুটপাত বেদখল ও যেখানে সেখা5নে আবর্জনা ফেলে শহরকে জঞ্জালে পরিণত করার বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছে জেলা প্রশাসন এবং পৌরসভা। গতকাল থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। কাছাড় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পুরসভা, দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ এবং পূর্ত বিভাগ নিয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করছে।
উচ্ছেদের দ্বিতীয় দিনে আজ ও ফাটক বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই দুষ্কৃতীরা পৌরসভার গাড়ি লক্ষ্য করে পাথর বর্ষণ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে উচ্ছেদ অভিযান আবার শুরু হয়, যা কিছুক্ষণ পরে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্ষোভের কারণে আবার স্থগিত রাখা হয়।
স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীগণ পুজোর ঠিক আগে এই উচ্ছেদ অভিযানের তীব্র বিরোধিতা করেন। তারা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীর সারা বৎসর ধরে এই পুজোর মরশুমের দিকে তাকিয়ে থাকেন। তারপর ক্ষুদ্র ব্যবসায়ীগণ জেলা উপায়ুক্তের অফিসে গিয়ে তাকে না পেয়ে সহকারী উপায়ুক্তের সাথে দেখা করে তাদের ক্ষোভের কথা জানান।
এই প্রসঙ্গে জেলা উপায়ুক্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান, পুরনো লক্ষ্মীপুর রোডে উচ্ছেদ অভিযান প্রায় সমাপ্ত হয়ে গেছে। তবে ফাটক বাজারের ভেতরে উচ্ছেদ আপাতত বন্ধ থাকবে। পুজোর পরে বাজারের ভেতরের ব্যাপারটা দেখা হবে, পুরপতি নিজেও উপায়ুক্তকে এই অনুরোধ জানিয়েছেন। তাছাড়া, ৮৬ জন লোককে ডি- ব্লক ঠিকঠাক করে সেখানে বসানোর পর ফাটক বাজারের ভেতরে এই অভিযান আবার শুরু হবে।
“তবে অন্যান্য এলাকায় আগামীতে আমাদের উচ্ছেদ অভিযান জারি থাকবে।আপাতত কয়েকদিন বন্ধ থাকছে কারণ সার্কেল অফিসার আগামীকাল এক বিশেষ কাজে গৌহাটি যাচ্ছেন । উনি আসার পর এই অভিযান আবার শুরু হবে”, জানান জেলা উপায়ুক্ত।
Comments are closed.