শিলচরে আবারও মৃতদেহ উদ্ধার, সন্দেহ অতিরিক্ত মদ্যপান
আরও একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল গতকাল রাতে শিলচরের মৌলভী রোডে। রাস্তার পাশে নর্দমাতে পড়ে থাকা অবস্থায় এক মৃতদেহ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম অনুপম দেব। মূল বাড়ি পাঁচগ্রাম হলেও বর্তমানে সে শিলচর অম্বিকাপট্টির দূর্গাশংকর লেনে বাস করতো।
ঘটনায় জানা যায়, চলার পথে পথচারীরা একটি মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠেন। চিৎকারে সবাই ঘটনাস্থলে জড়ো হন। পুলিশের এক কর্তা পরিতোষ পুরকায়স্থ আমাদের জানান, রাত প্রায় সাড়ে নটায় তাদের কাছে ঘটনাটির খবর আসে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর মৃতদেহটি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। মৃতদেহটি মর্গেই থাকবে রাতে, সকালে পোস্টমর্টেম করা হবে বলে তিনি জানান।
সন্দেহ করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের ফলে ঘটনাটি ঘটেছে। তার পকেট থেকেও মদের বোতল পাওয়া গেছে বলে পরিতোষ পুরকায়স্থ উল্লেখ করেন। আরও জানা যায়, অনুপম দেব নিয়মিতভাবেই মদ্যপান করতেন।
শিলচরে এভাবে মদ্যপান কিংবা ড্রাগস নেওয়ার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে আতঙ্কিত বোধ করছেন অনেকে। আগামীতে এর ফল আরো ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
Comments are closed.