Also read in

হাইলাকান্দিতে জ্বলল অগপ প্রার্থীর গাড়ি, গ্রেফতার হলেন প্রার্থী নিজেই!

হাইলাকান্দিতে অগপ প্রার্থীর গাড়ি জ্বালিয়ে দেওয়ার খবর পাওয়া গেল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হাইলাকান্দির ভিছিংচা এলাকায় পুর্ত সড়কে।

জানা গেছে, বাউয়ারঘাট বাইপাস এলাকার ভিছিংচা পূর্ত সড়কের পাশে গাড়ি রেখে বাড়ি বাড়ি প্রচারে গিয়েছিলেন আয়নাখাল নিশ্চিন্তপুর জেলা পরিষদ আসনের অগপ প্রার্থী উসমান গনি। আর সেই সুযোগে দুষ্কৃতীরা(?) গাড়িতে আগুন ধরিয়ে দেয়, দাউ দাউ করে জ্বলে উঠে গাড়ি। রাত দশটা নাগাদ পুর্ত সড়কে গাড়ি জ্বলার আগুনের লেলিহান শিখা দেখে দৌড়ে আসেন জনতা; ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় হাল্কা ম্যাক্সিমা ভ্যান গাড়িটি। খবর পেয়ে দ্রুত ছুটে আসে হাইলাকান্দি পুলিশ সহ অগ্নিনির্বাপক বাহিনী।

অপরদিকে প্রচার ছেড়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেডপি প্রার্থী উসমান গনি লস্করও । অগপ প্রার্থীর গাড়ি জ্বালানোকে কেন্দ্র করে রাতে ভিছিংচা, বাউয়ারঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পুলিশের হস্তক্ষেপে অপ্রীতিকর কিছুই ঘটে নি।

পুলিশ তদন্তে নামলেও প্রাথমিকভাবে দুষ্কৃতীর কোন হদিস বের করতে পারে নি। পরবর্তীতে, স্থানীয় নাগরিকরা অভিযোগ জানান যে, অগপ দলের জেডপি প্রার্থী উসমান গনি লস্কর নিজেই গাড়িটি জ্বালিয়েছেন। গন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রাতে উসমান গনি লস্করকে আটক করে থানায় নিয়ে যায়। পরে, গভীর রাতে শারীরিকঅসুস্থতার জন্য তাঁকে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়।

Comments are closed.