২০শে ফেব্রুয়ারি শুরু ২০২২-২৩ সনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে ২০শে মার্চ
আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল পরিচালিত উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে ২০ মার্চ,২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে৷ এক টুইট বার্তায় আসামের শিক্ষামন্ত্রী ডঃ রণোজ পেগু পরীক্ষার সময়সূচী সম্পর্কে অবহিত করেছেন৷ তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা ২৫শে জানুয়ারী, ২০২৩ থেকে শুরু হবে এবং ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত চলবে।
তিন ঘণ্টার থিয়োরি পরীক্ষা শুরু হবে সোমবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৩; প্রথম পরীক্ষা হল ইংরেজি, যা বিকেলের শিফটে ১-৩০ থেকে ৪-৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা, বাণিজ্য ও বিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিকের তিনটি ধারার পরীক্ষাই দুই শিফটে অনুষ্ঠিত হবে। সকালের শিফটে পরীক্ষা শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে দুপুর ১২টায়।
বিকেলের শিফটে পরীক্ষা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সব প্রধান প্রধান বিষয়গুলো বিকালের শিফটে পড়েছে। ১৮ দিন পরীক্ষা রয়েছে যা এক মাস সময় ধরে চলবে।
টুইটারে ডঃ রণোজ পেগু লিখেছেন, “এইচএস ফাইনাল পরীক্ষা,২০২৩-এর গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। আসাম হাইয়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল এর এইচএস ফাইনাল পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে ২০ মার্চ, ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ২৫ জানুয়ারী,২০২৩ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আরও বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট সকলকে পরীক্ষার সময়সূচী দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন এমন সব ছাত্রছাত্রীর জন্য আমার শুভেচ্ছা রইল।”
এর আগে সেবা ২০২২-২৩ ব্যাচের জন্য তাদের মাধ্যমিক (মেট্রিক) পরীক্ষার রুটিনও ঘোষণা করেছিল। ম্যাট্রিক পরীক্ষা ৩ মার্চ,২০২৩ থেকে শুরু হবে।
Comments are closed.