Also read in

শিলচর সোনাবাড়িঘাট সব্জি বাজারে রহস্যজনকভাবে প্রাণ হারালেন এক নিরাপত্তা কর্মী

আজ সকালে সোনাবাড়িঘাটে এক দুঃখজনক ঘটনায় প্রাণ হারালেন এক কনস্টেবল বক্তার উদ্দিন বড় ভূঁইয়া। আসাম ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এই কর্মীর কাছাড় জেলার বিন্নাকান্দি এলাকায় পোস্টিং ছিল। সেখানে ডিউটি করে ফেরার পথে সোনাবাড়িঘাটে আসার পর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এই দুঃখজনক ঘটনা সম্পর্কে পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় জানিয়েছেন, “গুজব রটেছে যে জনতার হাতে প্রহৃত হয়ে তার মৃত্যু হয়েছে বাস্তব ঘটনা তা নয়। এই নিরাপত্তাকর্মীর হাই প্রেসার ছিল এবং সম্ভবত স্ট্রোক হয়ে বাজারে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে, এই ঘটনা নিয়ে তদন্ত করা হবে।”

অপরদিকে নিহতের স্ত্রীর বক্তব্য অনুযায়ী, সোনাবাড়িঘাটে সব্জি বাজারে কিছু লোক এই পুলিশ কনস্টেবলের উপর হামলা করে, এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের স্ত্রীর অভিযোগ অনুযায়ী, আলম মজুমদার নামক এক ব্যক্তি তার দুই ছেলেকে নিয়ে তার স্বামীর উপর আক্রমণ চালায়। সাথে যোগ দেয় আফজাল এবং জুনায়েদ নামের দুই ব্যক্তি।

এই নিরাপত্তাকর্মী গণপ্রহারের শিকার হলেন নাকি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন তা তদন্তে বেরিয়ে আসবে। তবে, বাস্তব ঘটনা হচ্ছে, এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও সোনাবাড়িঘাটে যথারীতি জমজমাট বাজার চলছিল।

Comments are closed.