Also read in

আলগাপুরে এআইইউডিএফ -কংগ্রেস সংঘর্ষ ঘিরে উত্তেজনা, পা ভাঙলো ব্যাবসায়ীর

সোমবার রাত দশটা নাগাদ এআইইউডিএফ ও কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দির আলগাপুর বাজার এলাকা। দুই পক্ষের মারামারির ঘটনার সময় দৌঁড়ঝাপ করতে গিয়ে বলেরো গাড়ির ধাক্কায় সিতাংশু পাল নামে এক ব্যাবসায়ীর পা ভেঙ্গে যায়।

জানা গেছে, এদিন রাতে আলগাপুর বাজারে এআইইউডিএফের নির্বাচনী জনসভা চলছিল। শেষ বক্তা ছিলেন এআইইউডিএফ সুপ্রিমো মওলানা বদর উদ্দিন আজমল। তিনি যখন বক্তব্য রাখছিলেন,তখন নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়াতে ম্যাজিস্ট্রেট এসে বাধা দেন। যদিও এআইইউডিএফ নেতাদের অনুরোধে পাঁচ মিনিট সময় দেওয়া হয়। এ নিয়ে প্রতিবাদ জানান কংগ্রেস কর্মীরা। আর তখনই দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একসময় তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়; শুরু হয় হাল্লা, চিৎকার, দৌড়ঝাপ। আর ওই দৌড়ঝাপের সময় পালাতে গিয়ে একটি বলেরো গাড়ির ধাক্কায় সিতাংশু পাল নামের ব্যাবসায়ী জখম হন।। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতির তেমন অবনতি ঘটে নি।

Comments are closed.