Also read in

আকরাসুর রেল অবরোধ : ফকিরাগ্রামে আটকা পড়ল ত্রিবান্দ্রম - শিলচর এক্সপ্রেস

কোকরাঝাড়ে আকরাসুর রেল অবরোধের ফলে ট্রেন পরিষেবা গুরুতরভাবে বিঘ্নিত হয়ে পড়েছে। পৃথক কামতাপুর রাজ্য গঠন এবং কোচ রাজবংশীদেরকে জনজাতিকরণের দাবিতে আজ সকাল ৫টা থেকে বারো ঘন্টার অবরোধ কার্যসূচী পালন করছে আকরাসু।

এই অবরোধের ফলে ৯টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ত্রিবান্দ্রম-শিলচর এক্সপ্রেস ফকিরাগ্রামে আবদ্ধ হয়ে পড়েছে। বাতিল করা ট্রেনগুলি হল আলিপুরদুয়ার-কামাখ্যা ইন্টারসিটি, কামাখ্যা-আলিপুরদুয়ার ইন্টারসিটি, ধুবড়ি-কামাখ্যা প্যাসেঞ্জার,নিউ বঙ্গাইগাঁও- শিলিগুড়ি প্যাসেঞ্জার,শিলিগুড়ি-নিউ বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার, নিউ জলপাইগুড়ি-রঙ্গিয়া প্যাসেঞ্জার, রঙ্গিয়া-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার,আলিপুরদুয়ার-লামডিং ইন্টারসিটি এবং লামডিং-আলিপুরদুয়ার ইন্টারসিটি। মুম্বাই-গুয়াহাটি দাদর এক্সপ্রেসকে কামাখ্যাগুড়িতে আটকে রাখা হয়েছে।

উল্লেখযোগ্য কিছুদিন আগে রেলের তরফ থেকে এক রিপোর্টে প্রকাশ পায় যে গোটা ভারতবর্ষে রেল অবরোধের ফলে রেলের অনেক টাকার লোকসান বহন করতে হয়েছে। ভারতীয় রেলের ১৭৪ নং ধারা অনুযায়ী রেল রোকো একটি শাস্তিযোগ্য অপরাধ।

Comments are closed.