Also read in

আপাতত ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ করা হচ্ছে মদ বিক্রয়, জানালেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য

শিলচর, ১৫ এপ্রিল।।
রাজ্যজুড়ে আবার বন্ধ হল সূরা বিক্রয়। কেন্দ্র সরকারের নির্দেশের উপর ভিত্তি করে রাজ্যের প্রত্যেকটি মদের দোকান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানিয়েছেন, বর্ধিত লকডাউনের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকার আমাদের নির্দেশ দিয়েছে আপাতত মদের দোকান গুলো বন্ধ করে দিতে। প্রথম পর্যায়ে ২০এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আবার সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিবার সরকারের তরফে নির্দেশ জারি করে রাজ্যের প্রত্যেকটি জেলায় লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল। কাছাড়ের জেলা প্রশাসন মঙ্গলবার থেকে জেলার লাইসেন্স প্রাপ্ত মদের দোকান গুলো খোলার অনুমতি দেয়। সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মদের দোকান গুলো খোলা রাখার অনুমতি দেওয়া হয়। প্রায় তিন সপ্তাহ দোকানগুলো বন্ধ থাকায় সঙ্গে পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রত্যেক মদের দোকানে লম্বা লাইন চোখে পড়ে। সোশ্যাল ডিস্টেন্সিং ঠিকঠাক না মানায় কাছাড় জেলায় এক সময় মদের দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিকভাবেই ব্যবসা চলছিল।

মঙ্গলবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের দ্বিতীয় পর্ব ঘোষণা করেন। তার ঘোষণার ২৪ ঘন্টা পর কেন্দ্রীয় সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। এরপরই রাজ্য সরকারের কাছে নির্দেশ আসে আপাতত মদের প্রোডাকশন এবং বিক্রয় বন্ধ করে দিতে হবে।

মদ বিক্রির সিদ্ধান্তের বিরোধিতা করে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল ও এর তীব্র বিরোধিতা করেছিলেন। অনেকেই সোশ্যাল মিডিয়া লিখেছিলেন, এই দুঃসময়ে মদ বিক্রি শুরু হলে ডোমেস্টিক ভায়োলেন্স বৃদ্ধি পাবে। পাশাপাশি সোশ্যাল ডিসটেন্সিং ও নষ্ট হবে। এবার কেন্দ্র সরকারের নির্দেশ আসায় তাদের মধ্যে অনেকেই স্বস্তি অনুভব করছেন।

Comments are closed.

error: Content is protected !!