Also read in

বিধায়ক নিজাম উদ্দিনের উপর প্রাণঘাতী হামলার প্রয়াস, আহত দেহরক্ষী

পঞ্চায়েত নির্বাচনের প্রচারাভিয়ানে আলগাপুরের এআইইউডিএফ দলের  বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর উপর প্রানঘাতী হামলার খবরে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।  মঙ্গলবার বিকেলে মোহনপুর জেলা পরিষদ আসনের মোহনপুরের কাটাখাল নদীর পুর্ব তীরবর্তী বেরাখাল এলাকায় এক নির্বাচনী সভায় ওই হামলার ঘটনাটি ঘটে।

জানা গেছে,  এদিন সকাল  থেকেই আলগাপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জেলা পরিষদ এলাকায় ইউডিএফ  দলের প্রার্থীদের প্রচারাভিযান সভায় অংশ নেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী। মোহনপুর বেরাখালের সভা স্থলে  যাওয়ার পথে এক ব্যাক্তি  প্রথমে বিধায়ক চৌধুরীকে লক্ষ্য করে গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেয়।  এরপর সভা শেষ শেষ হওয়ার পর ওই ব্যাক্তি ধারালো দা নিয়ে বিধায়কের উপর হামলা চালায়।  তখন বিধায়কের দেহরক্ষিরা এগিয়ে আসেন।  দায়ের কোপ পড়ে বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর দেহরক্ষী জামাল উদ্দিনের উপর।  এতে সামান্য জখম হন দেহরক্ষী জামাল উদ্দিন।

সাথে সাথেই স্থানীয় জনগন ছুটে এসে হামলাকারী  শেখ নুরুল হককে পাকড়াও করে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। হামলাকারী নুরুল হকের বাড়ি বেরাখাল গ্রামে।  বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী জানান,  আলগাপুরের অগপ নেতা আফতাব উদ্দিনের মদতে  নুরুল হক এই হামলা চালিয়েছে,  যা ধৃত নুরুল হক স্বীকার করেছে বলেও জানান বিধায়ক।

এদিকে বিধায়কের উপর প্রানঘাতী  হামলার খবর চাউর হতেই  আলগাপুরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।  ক্ষুব্ধ বিধায়কসমর্থকরা আলগাপুরে সড়ক অবরোধ করে প্রতিবাদে সোচ্চার হন।  যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।  অন্যদিকে ধৃত নুরুল হক কে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Comments are closed.