Also read in

বৈপ্লবিক পরিবর্তন, শিলচর বেতার কেন্দ্র চাইছে রেডিও জকি!

গাড়িতে করে হয়ত বা কোথাও যাচ্ছেন, পেছনে বাজছে হাস্য কৌতুক, কখনোবা গানের দু কলি, কখনো আবার কোন এক সাধারন শ্রোতার সঙ্গে হাসি আর মজার ছলে কিছু কথা, তারপর তারই প্রিয় কোন গান বেজে চলেছে। রেডিও জকিরা এভাবেই অসাধারণ উপস্থাপনার মাধ্যমে সুকৌশলে সবাইকে কাছে টেনে জনপ্রিয় করে তুলছেন এফ এম রেডিও’র অনুষ্ঠান গুলো। কিংবদন্তি আমিন সায়ানি ও তার ‘গীতমালা’ থেকে শুরু করে আধুনিক হাস্যকৌতুক মীর হাসান আলী- রেডিও উপস্থাপকরা সবসময়ই সাধারণ ভারতীয়দের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছেন। ব্যস্ত সকালই হোক আর বৃষ্টি ভেজা সন্ধ্যাই হোক, অনেক ঘরের ব্যাকগ্রাউন্ডে রেডিও’র অনুষ্ঠানই সবচাইতে পছন্দসই। কোন বাঙালি কি মহালয়ার সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে “আশ্বিনের শারদ প্রাতে……” না শুনে থাকতে পারবেন? বরং আজও লক্ষ লক্ষ শ্রোতাকে আকর্ষণ করতে সমর্থ মহালয়ার এই পর্ব। বেতার কেন্দ্র সবসময়ই নিজের একটা জায়গা ধরে রাখতে পারলেও শিলচর বেতার কেন্দ্র যেমন রেডিও জকির কথা এতদিন ভাবেনি, তেমনি শিলচরের মানুষও রেডিও জকিকে নিজের পেশা হিসেবে গ্রহণ করার ইচ্ছেটাও মনে আনতে পারেননি। কিন্তু এবার পাল্টাচ্ছে সবকিছুই। কারণ অনেক কিছুই পাল্টে যাচ্ছে সরকারি বেতার ‘আকাশবাণী’র। আকাশবাণীর সরকারি বেতারে এখন রেডিও জকি আসছে। এমনটাই প্রতীয়মান হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্রের বিজ্ঞাপনে। মূলত বেসরকারি এফএম রেডিও গুলোতে চটকদার সঞ্চালনার জন্য রেডিও জকি নিয়োগ করা হয়ে থাকে। শ্রোতাদের আকৃষ্ট করতে কলকাতার বেসরকারি এফএম কেন্দ্রগুলোতে হিন্দি, বাংলা, ইংরেজি প্রভৃতি বিভিন্ন ভাষার মিশেল ঘটিয়ে সঞ্চালনা করে থাকেন জকিরা। তবে আকাশবাণী শিলচর কেন্দ্রে যেহেতু বাংলা ভাষার দক্ষতার কথাই শুধু বলা হয়েছে, তাই সম্ভবত শুধু শুদ্ধ বাংলাই় ব্যবহার করা হবে। আপনি যদি স্নাতক হন, আপনার বয়স যদি পঞ্চাশের নিচে হয় এবং বাংলা ভাষা পড়া-লেখায় দক্ষতা থাকে তবে আপনি আগামী ৩১জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারেন।

বড় বড় শহর-নগর গুলোতে যদিও আজও জেলা এবং মফস্বলের বহু তরুণ-তরুণীরা বেসরকারি এফ-এম রেডিও শোনেন। তবু, এই রেডিও মূলত শহরকে কেন্দ্র করে চলে থাকে। কী গান চালানো হবে, কী কথা বলা হবে—এসব কিছুই নির্ধারিত হয় নাগরিক রুচি, নাগরিক পছন্দকে মাথায় রেখে। বেসরকারি রেডিও মূলত একটি ‘আর্বান’ বস্তু। তার মূল অন্বেষণ, নাগরিক নবীনারা কী চান, নাগরিক তরুণ-তরুণীরা কী চান! তবে আকাশবাণী শিলচর কেন্দ্রের শ্রোতা মূলত শহরতলী এবং গ্রাম ভিত্তিক, শহুরে শ্রোতা তুলনায় অনেক কম। এফএম আনা হচ্ছে গ্রামীণ শ্রোতার সঙ্গে শহুরে শ্রোতাদেরও আকর্ষিত করতে।তবে আকাশবাণী শিলচর বেতার কেন্দ্রে শুধু জকি নেওয়া হবে না বর্তমান চ্যানেলের জন্য ঘোষকও নেওয়া হবে। অনেকদিন ধরেই শিলচরের এফ এম কেন্দ্রে অনুষ্ঠান সম্প্রচার চলছিল। মূলত আকাশবাণী শিলচর কেন্দ্রের অনুষ্ঠান এবং দিল্লির এফ এম রেনবো কেন্দ্রের অনুষ্ঠান প্রচার করা হচ্ছিল।

এবার হয়তো স্বয়ংসম্পূর্ণ এফএম চ্যানেল চালু করার প্রয়াস শুরু হয়েছে। ‌ নতুন আঙ্গিকে শিলচর বেতার কেন্দ্রের এফ এম সম্প্রচারে অবদান রাখতে আপনিও রেডিও জকি হতে পারেন। তবে এক্ষেত্রে নিজের পরিচয় বানাতে অবশ্যই দক্ষতার প্রয়োজন পড়বে। প্রয়োজন পড়বে শ্রোতাদের আকৃষ্ট করার। তাই ‘লাগে রাহো মুন্না ভাই’ তে বিদ্যা বালান যেভাবে “গুড মর্নিং মুম্বাই….. বলে শুধু মুম্বাই বাসীকে নয় পুরো ভারতবাসীকে জাগিয়ে দিয়েছেন, শিলচরের রেডিও জকিদেরও নিজেদের ছাপ রাখতে এরকমই বিশেষ কিছু করতে হবে।

Comments are closed.