
করিমগঞ্জে সন্ধ্যারাতে অ্যাসিড হামলা, পুলিশ বলছে অবৈধ প্রেমের জের, আটক এক
করিমগঞ্জ শহরের লক্ষ্মীচরন রোডে শনিবার সন্ধ্যেবেলা ৫৬ বছর বয়সের এক ব্যক্তি ৪৯ বছর বয়সের আরেক ব্যক্তির গায়ে অ্যাসিড ছুড়ে মারেন। সচরাচর এমন ঘটনা দেখা যায়না, তবে পুলিশের তথ্য অনুযায়ী বিবাহ বহির্ভূত অবৈধ প্রেমের জেরে এই ঘটনা ঘটেছে। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটে এবং এতে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ সুপার মায়াঙ্ক শর্মা জানিয়েছেন, অ্যাসিড ছোড়ার দায়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি পারিবারিক, প্রাথমিক তদন্তে জানা গেছে অবৈধ প্রেমের সন্দেহে ঘটনাটি ঘটেছে। যে লোকটি এসিড ছুড়ে মেরেছে তাকে গ্রেফতার করা হয়েছে। আহত ব্যক্তিটি স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন।
করিমগঞ্জ পুলিশের তরফে জানানো হয়েছে, দুজনেই স্থানীয় এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে মনোমালিন্য চলছিল, যে লোকটি এসিড ছুড়ে মেরেছে তার স্ত্রীর সঙ্গে আহত ব্যক্তির অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এর কোনও পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।
ভারতবর্ষের বিভিন্ন শহরে মহিলারা অ্যাসিড অ্যাটাকের শিকার হন। গতবছর বলিউডের বিখ্যাত নির্দেশক মেঘনা গুলজার এই বিষয়ে একটি সিনেমা বানিয়ে ছিলেন, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এতে অভিনয় করেছিলেন। যে মহিলার চরিত্রে তিনি অভিনয় করেছেন, সেই লক্ষী আগারওয়াল ভারতবর্ষের খোলাবাজারে অ্যাসিড বিক্রির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে যাচ্ছেন। সরকারের তরফে বিভিন্ন পদক্ষেপ নিলেও এখনও বাজারে অ্যাসিড বিক্রি হয় এবং পারস্পরিক মনোমালিন্যের জন্য অনেকেই অ্যাসিড অ্যাটাকের শিকার হন। যার শরীরে এসিড ছুড়ে মারা হয় তার অঙ্গ-প্রত্যঙ্গ বিকৃত হয়ে যায়, অনেকেই এটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন, আবার অনেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন।
করিমগঞ্জে যে ব্যক্তির উপর এসিড ছুড়ে মারা হয়েছে তার মুখের একটা অংশ পুড়ে গেছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন তবে ডাক্তাররা বলছেন খুব একটা বেশি ক্ষতি হয়নি। তবে স্থানীয়রা দাবি তুলছেন অপরাধীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, যাতে একটি উদাহরণ গড়ে তোলা যায়। আগামীতে কেউ যেন পারস্পারিক মনোমালিন্যের জেরে এমন পদক্ষেপ নিতে সাহস না করেন।
Comments are closed.