
করিমগঞ্জের লঙ্গাই নদীতে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ; প্রচন্ড উৎসাহে চলছে ভেসে উঠা বড় বড় 'মাছ শিকার'
কথায় বলে মাছে- ভাতে বাঙালি। আর সেই মাছ নিয়ে এক চাঞ্চল্যকর খবর এসেছে করিমগঞ্জ থেকে।
অভিযোগ মতে, করিমগঞ্জের লঙ্গাই নদীতে বিষ ঢেলে দিয়েছে দুর্বৃত্তরা , ভেসে উঠছে হাজার হাজার বড় বড় রুই-কাতলা-আড় মাছ। আর সেই মাছ অবাধে ধরে নিয়ে যাচ্ছেন স্থানীয় জনতা।
একদিকে যখন মাছ ধরার উৎসব চলছে অন্যদিকে আতঙ্কগ্রস্ত অনেক শহরবাসী কারণ লঙ্গাই নদীর জল পরিশোধন করে খাবার জল হিসাবে সরবরাহ করা হয়ে থাকে। তাই সত্যি সত্যি জলে যদি বিষ মেশানো হয়ে থাকে, তাহলে কী পরিণতি কি হতে পারে !!
Comments are closed.