Also read in

রাত ১১ টা থেকে সকাল ৮টা পর্যন্ত টিপার ঢুকতে দেওয়া হোক, দাবি সংস্থার, আন্দোলনের হুমকি

শহরে টিপার চলাচলের সময়সীমা নিয়ে আবার নতুন করে ভাবিয়ে তুলল টিপার মালিক সংস্থা।

চিত্রসাংবাদিক মলিন শর্মার মৃত্যুর পর টিপার চলাচলের সময় সীমা রাত একটা থেকে ভোর চারটা পর্যন্ত বেঁধে দিয়েছিল প্রশাসন। সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকলেও প্রশাসনের ডাকা বৈঠকে এই নিয়ে বিরোধ ব্যক্ত করেছিল বিভিন্ন মালিক সংস্থা। পরবর্তীতে সব্জি ব্যবসায়ী সমিতি ও ট্রাক চলাচলের চলাচলের সময় সীমা বৃদ্ধির দাবি জানিয়েছিলো। এবার টিপার মালিক সংস্থা সময় সীমা বৃদ্ধির দাবিতে ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়ে রীতিমতো আন্দোলনের হুমকি দিল প্রশাসনকে। ২৪ ঘন্টার মধ্যে আগের নিয়ম বহাল না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়।

গতকাল মহাসড়কের চার মাইল এলাকায় জহরুল ইসলাম বড়ভূঁইয়ার পৌরহিত্যে অনুষ্ঠিত টিপার মালিকদের এক সভায় টিপার চলাচলে আগের নিয়ম বহাল করার দাবী রাখা হয় এবং এই নিয়ে প্রশাসনকে সোমবার স্মারকপত্র দেওয়া হবে বলে জানানো হয়। দাবি না মানলে আন্দোলনের হুমকি দেন সংস্থার কর্মকর্তারা। তাদের দাবি রাত ১০ টার ভিতরে সব দোকানপাট বন্ধ করে দিতে হবে, যাতে রাস্তাঘাটে লোক চলাচল কমে যায়; রাস্তাঘাটে ভীড় কমে গেলে দুর্ঘটনার সম্ভাবনাও কমে যাবে, এমনটাই বলছেন তারা। তবে, বৈঠকে ‌মলিন শর্মার মৃত্যুতে দায়ী চালককে গ্রেপ্তার করে যথাযথ শাস্তির ব্যবস্থা করারও দাবি জানানো হয় ।

সভায় বক্তব্য রাখেন আজহার বড়লস্কর, মসাইদ লস্কর, চন্দন লস্কর, মহিম উদ্দিন লস্কর, নিজাম উদ্দিন সহ আরো অনেকে।

Comments are closed.