বরাক উপত্যকায় বন্ধ প্রায় সর্বাত্মক : বিরোধিতায় মাঠে নামেনি কেউ
কংগ্রেস তথা অন্যান্য বিরোধী দলগুলির ডাকা বন্ধের প্রভাবে বরাক উপত্যকায় জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, কংগ্রেসের ছাত্র সংগঠন রেল ও আটকে দিয়েছে। পাথারকান্দিতেও রেল অবরোধ চলছে। গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন ইতিমধ্যেই বাতিল ঘোষণা করা হয়েছে। বরাকের তিনটি প্রধান শহর শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে অফিস-আদালত, দোকানপাট, ব্যাংক, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বদরপুর, কালাইন, নিলাম বাজার, প্রভৃতি স্থান থেকে ও সর্বাত্মক বন্ধের খবর এসে পৌঁছেছে।
এমনিতে বিমান চলাচল স্বাভাবিক থাকলেও কুম্ভীর গ্রাম বিমানবন্দর থেকে শহরে আসতে যাত্রীদের হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে বিমানযাত্রীদেরকে পুলিশ এস্কর্ট করে শহরে নিয়ে আসছে।
করিমগঞ্জ মহকুমার কানাই বাজারে পিকেটারদের হটিয়ে পুলিশ জনজীবন স্বাভাবিক করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। করিমগঞ্জের জেলা উপায়ুক্তকে কার্যালয়ে প্রবেশে বাধা দানের জন্য বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে গ্রেফতার করা হয়েছে। বন্ধের সমর্থনে হাইলাকান্দিতে প্রধান সড়কের উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করছেন বন্ধ সমর্থকরা । দু-একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত খবরে জানা গেছে যে, এখন পর্যন্ত বন্ধ মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছে।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে নিখিল ভারত কংগ্রেস কমিটির ডাকা সকাল পাঁচটা টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বারো ঘন্টার এই বন্ধে বাম দলগুলোরও সক্রিয় সমর্থন রয়েছে। আসাম চা মজদুর সংঘ সহ বিভিন্ন মজদুর সংগঠন এই বন্ধে শামিল হয়েছে।
Comments are closed.